adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকৃতির কুকুর!

news_img (1)আন্তর্জাতিক ডেস্ক : প্রতিনিয়ত বিশ্বে ঘটে চলছে চমকপ্রদ সব ঘটনা। আর তা লিপিবদ্ধ হচ্ছে গিনেজ রেকর্ড বইয়ে। এবার জানা যাক এক কুকুরের কথা। যার অপেক্ষা ওই বইয়ে নাম ওঠানোর। এই কুকুরটিকে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র আকৃতির বলে ধারণা করা হচ্ছে। 
কুকুরটির নাম রাখা হয়েছে তৌদি। এটি কোকাকোলার ক্যানের চেয়েও ছোট। মেক্সিকান চিহুয়াহুয়া প্রজাতির কুকুরটির বর্তমান অবস্থান পোল্যান্ডের রকলোতে।
ডেইলি মেইল বলছে, কুকুরটির ওজন মাত্র ৩শ’ গ্রাম। ৭ সেন্টিমিটার লম্বা এ কুকুরটির বয়স মাত্র ১২ সপ্তাহ। 
কুকুরটির মালিক জানায়, ‘তৌদি প্রতিদিন অল্প পরিমাণে খাবার খায়। সে আমাকে প্রতিদিন ব্যাপক বিনোদন দেয়। তবে তৌদির গায়ের রঙ মেঝের মতো হওয়ায় আমাকে প্রতিদিন সাবধানে ঘরের মধ্যে চলাচল করতে হয়। আমি মনে করি খুব শীঘ্রই তৌদির নাম ‘গিনেজ বুকে’ জায়গা করে নিবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া