adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেলবোর্নে ‘স্পিরিট ৭১’ স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচী

26 march celebrationমেলবোর্ন (অস্ট্রেলিয়া) প্রতিনিধিঃ  Spirit 71 (স্পিরিট ৭১) আগামীকাল ২৬শে মার্চ বাংলাদেশের ৪৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করবে। Spirit 71 (স্পিরিট ৭১) মেলবোর্নপ্রবাসী বাংলাদেশী-অষ্ট্রেলিয়ান কর্তৃক গঠিত একটি অরাজনৈতিক সংগঠন যা মেলবোর্নের ফেডারেশন স্কয়ারে স্বাধীনতা দিবস উদযাপন-জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের আয়োজন করবে। ফেডারেশন স্কয়ার কর্তৃপক্ষের সহায়তায় এটি গতবারের সফল অনুষ্ঠানের আরেকটি ধারাবাহিক কার্যক্রম। বাংলাদেশী শিল্পীদের দ্বারা জাতীয় সংগীত গাওয়া ও পতাকা উত্তোলন হবে সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে।তারপরেই বাংলাদেশী ও অষ্ট্রেলিয়ানদের উদ্দেশ্যে ২৬শে মার্চের উপর সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরা হবে। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে ফেডারেশন স্কয়ারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশী  জাতীয় পতাকা উত্তোলনের ব্যবস্থা করেছে স্পিরিট ৭১ নামের এই সংগঠনটি।বাংলাদেশের পতাকা মেলবোর্নের প্রাণকেন্দ্রে উড়বে আর এভাবেই মেলবোর্নে বসবাসরত বাংলাদেশীগন এই বিশেষ দিনটি উদযাপন করবে।  মেলবোর্নে বসবাসরত সকল বাংলাদেশীকে জাতীয় পতাকা, জাতীয় প্রতীক সম্বলিত ব্যানার, ফেস্টুন ইত্যাদি নিয়ে আসার আহবান জানাচ্ছে স্পিরিট ৭১।  আশা করা যাচ্ছে  যে আমাদের অষ্ট্রেলিয়ান বন্ধুরা এবারও আমাদের সাথে যোগ দেবে এবং একত্রে আমাদের গৌরবান্বিত এই দিনটি উদযাপন করবে। বাংলাদেশে কমিউনিটির সকল সংগঠনকে এই অনুষ্ঠানে যোগ দেবার আহবান জনানো হচ্ছে।

অংশগ্রহনকারী সকলকে এই অনুষ্ঠানের পক্ষে প্রচারনা চালানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

Hashtag: # স্পিরিট৭১মেলবোর্ন # স্পিরিট৭১মার্চ ২৬

 

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া