adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘ডিএসইর সূচক সাড়ে চার হাজার পয়েন্টের নিচে’

indexনিজস্ব প্রতিবেদক : আবারও ধারাবাহিক দরপতনের বৃত্তে এগুচ্ছে পুঁজিবাজার। আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস দরতনের মধ্যে লেনদেন শেষ হয়েছে। লেনদেনের সঙ্গে সূচকের পতন ঘটেছে।
মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ও লেনদেন কমেছে। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেনের সামান্য উন্নতি হয়েছে।
ডিএসই’র সূচক ব্রড ইনডেক্স পতন হয়েছে ১৩ পয়েন্ট। এর ফলে ডিএসই সূচক ফের সাড়ে ৪ হাজার পয়েন্টের নিচে চলে এসেছে। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৯৩ পয়েন্টে। মঙ্গলবার ডিএসইএক্স কমেছিল ২৬.৬৫ পয়েন্ট।
এদিকে ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। মঙ্গলবার ৩১৪ কোটি ৩৮ লাখ টাকা লেনদেন হলেও গতকাল দিনশেষে লেনদেন হয়েছে ২৫৫ কোটি ৫৪ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৫৮ কোটি ৮৪ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে ছিল এসিআই কোম্পানি। দিন শেষে কোম্পানিটির ২০ কোটি ১৭ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় ¯’ানে থাকা লাফার্জ সুরমার শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৬৭ লাখ ৪৪ হাজার টাকার। ১৫ কোটি ২৯ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় ¯’ানে রয়েছে এসিআই ফরমুলেশন্স ।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- শাহজিবাজার পাওয়ার, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, মবিল যমুনা, এসআইবিএল, স্কয়ার ফার্মা, শাশা ডেনিমস।
লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স সূচক ৩৩.৬৬ পয়েন্ট কমে দিনশেষে ৮ হাজার ৩১২.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সোমবার ২১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হলেও গতকাল তা বেড়ে হয়েছে ২৩ কোটি ৬৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচ্যুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া