adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

2101ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৬ জনে দাঁড়িয়েছে। আজ শনিবার ভোর ৬টার দিকে ভাবকীর মোড় এলাকার মারুফ ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন আরও ৩ জন। এ সময় বালু ভর্তি ট্রাক একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ময়মনসিংহ-টাঙ্গাইল মহসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। উপজেলা নির্বাহী অফিসার ড. উম্মে আফসারী জহুরা,সহকারী কমিশনার ( ভূমি) জসিম উদ্দিন ও মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। নিহতরা হলেন, মুক্তাগাছার রামপুর গ্রামের আলাল (৬০), ছমির তালুকদার (৩৫), মন্ডলসেন গ্রামের আকবর আলী (৩২), ভট্রবাড়ি গ্রামের জালাল উদ্দিন (৩২), লেংড়া বাজার গ্রামের তুলার ব্যবসায়ী সেলিম (৬০) এবং ময়মনসিংহের কাশর এলাকার শফিকুল ইসলাম (৪০)। আহতরা হলেন, সিএনজি চালক আড়াইবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম(৩৫) ও মন্ডলসেন গ্রামের নিজামউদ্দিন। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া