adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিহারে এসএসসি পরীক্ষা – নকলের সরবরাহে দারুণ দৃশ্য

104462_1আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যে মেট্রিকুলেশন বা এসএসসি পরীক্ষায় নকলের মহোতসব পালিত হচ্ছে। 
এ ঘটনার যে ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাতে দেখা যায় পরীক্ষাথীদের বাবা-মা, এমনকি পুলিশও নকলে সহায়তা করেছে।
নকলের দায়ে গত দুদিনে ৭৬০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। নকলে সহায়তার দায়ে ৮ পুলিশ সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে সাত অভিভাবককেও।
ছবিতে দেখা যায়, পরীক্ষার্থীদের অভিভাবকরা একটি পরীক্ষা কেন্দ্রের তিন-চার তলা পর্যন্ত উঠে নকল সরবরাহ করছেন।
বিহারের শিক্ষামন্ত্রী পিকে সাহি দাবি করেন, সরকারের একার পক্ষে শতভাগ নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।
গণ-নকলের এই চিত্র ভারতের শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছে। 
বিহার রাজ্যে এবার ১,২১৭টি কেন্দ্রে ১৪ লাখ ২৬ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছে।
শিক্ষামন্ত্রী সাহি বলেছেন, নকলের এ চিত্র শুধু বিহারের নয়, পুরো ভারতেই একই দশা। 
তিনি বলেন, একজন পরীক্ষার্থীর সাথে ৪-৫ জন অভিভাবক কেন্দ্রে যান। ফলে ৬০-৭০ লাখ লোককে সামলানো খুবই কঠিন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া