adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাশ্মীরে থানায় জঙ্গি হামলা – ২ পুলিশ নিহত

হামলায় আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছেআন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে একটি থানায় জঙ্গি হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন জন। কাশ্মীরে জাতীয় ঐক্যের সরকার গঠনের তিন মাস পর শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটল।
পাকিস্তান সীমান্তের ১৫ কিলোমিটার দূরে কাথওয়া জেলার রাজবাগ থানায় ওই হামলা চালায় জঙ্গিরা। একজন পুলিশ কর্মকর্তা জানান, তিন থেকে চার জন জঙ্গি সেনাদের পোশাক পরে ওই হামলা চালায়। তারা স্বয়ংক্রিয় অস্ত্র ও গ্রেনেড ব্যবহার করে।
ওই কর্মকর্তা আরো জানান, হামলা প্রতিরোধ করতে গিয়ে শুরু হওয়া বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এরপর সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী ও রাজ্যের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি জানান, থানাটি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে হামলাকারীরা যাতে পালিয়ে যেতে না পারে সেই জন্য রাজ্যের হাইওয়েগুলোতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
 
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সন্ত্রাসীদের ধরার জন্য রাজ্যের নিরাপত্তা বাহিনীর প্রধানদের নির্দেশ দিয়েছেন। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া, রয়টার্স।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া