adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবারের বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক ডুমিনির

duminnyস্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপ আসরে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন দক্ষিণ আফ্রিকার ডানহাতি অফস্পিনার জেপি ডুমিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি ৩৮তম হ্যাটট্রিক।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে আজ বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিকের এ গৌরব অর্জন করেন ডুমিনি।
ইনিংসের শুরতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া লঙ্কান মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যাঞ্জোলো ম্যাথুস এবং লোয়ার অর্ডারের কুলাসেকারা ও কুশালকে সাজঘরে ফিরিয়ে এ হ্যাটট্রিক করেন তিনি। দু’জনকে ক্যাচ ও একজনকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে এ হ্যাটট্রিক তুলে নেন ডুমিনি।
অবশ্য ডুমিনির এ হ্যাটট্রিক এক ওভার থেকে আসেনি। ৩৩তম ওভারের শেষ বল এবং ৩৫তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে ওই তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরিয়ে হ্যাটট্রিক করেন ডুমিনি। হ্যাটট্রিকটি বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে নবম। তবে খেলোয়াড় হিসেবে এটি অষ্টম। কারণ শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার দু’টি হ্যাটট্রিক রয়েছে।
এর আগে চলতি আসরের প্রথম ম্যাচে (১৪ ফেব্রুয়ারি) স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম কোনো ইংলিশ বোলার হিসেবে হ্যাটট্রিক করেন স্টিভেন ফিন।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া