adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বজিৎ বিশ্বাসের কবিতা ‘প্রার্থনা’

10258251_1500466070239327_6076277315045217455_oবিশ্বজিৎ বিশ্বাস 

পূজার জন্য মন্দির,আর মুক্তির জন্য মন্ত্র তো চাই,
চাই প্রতিবাদের জন্য কণ্ঠ, হাতিয়ারের জন্য কলম।
ওরা আমায় তোমাদের গান গাইতে দেয় না,
কলমকে নিয়েছে ছিনিয়ে,কন্ঠ করেছে রুদ্ধ।
আমি গ্যাললিও হতে চাই না ,চাই না অন্ধ হয়ে
অন্ধকার কারাগার থেকে মুক্তি পেতে ,চাই না
আমার কন্ঠ অত্যাচারের কাছে মাথা নত করে
বাঁচতে ,যে ভাবে বাঁচে ডুবন্ত জাহাজ থেকে নিঃশব্দে
পালিয়ে আসা স্বার্থপর ক্যাপ্টেন, যারা অর্থের কাছে
মাথা মুড়িয়ে নিজের মাকেও তুলে দেয় জল্লাদের হাতে।
আমি বাঁচতে চাই না ধর্মাবতার, এই অস্ত্র তুলে দিচ্ছি
আমার হাত দুটো কেটে ফেলুন যাতে এ হাত কখনো
দাসত্ব না করে, আমার মাথাকে ছিন্ন করুন যাতে,
ওরা আমাকে ফাঁসিতে না ঝোলাতে পারে ,আর
মনের গহীনে এ যন্ত্রনা সয়ে ,এ জীবন আলোকহীন
নিঃস্ব রিক্ত ।আমাকে মৃত্যুদণ্ড দিন ধর্মাবতার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া