adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়াসিম আকরাম ও রমিজ রাজার প্রশংসা কুড়াল বাংলাদেশ

Bangladesh-Cricket-1426256853স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ শুরু হওয়ার আড়াই ঘণ্টা পর শুরু হয় ইংল্যান্ড-আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি। এক সময় বৃষ্টির কারণে আফগানিস্তান-ইংল্যান্ডের ম্যাচটি দীর্ঘ সময় বন্ধ থাকে। তখন এই ম্যাচের তিন ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম, ইয়ান বিশপ ও রমিজ রাজা বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচটি উপভোগ করেন। এক পর্যায়ে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আর সেই আলোচনায় স্থান করে নেয় বাংলাদেশ। তারা বিশ্বকাপের বাংলাদেশ দলকে দেখে যারপরনাই বিস্মিত।
বাংলাদেশ দলের প্রশংসা করে রমিজ রাজা বলেন, ‘২০১২ এশিয়া কাপে ভারত-শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। তখনই বাংলাদেশের সামর্থ্য সম্পর্কে অনেকেই জেনেছিলেন। বাংলাদেশ সবাইকে জানিয়ে দিয়েছিল, নিজেদের দিনে যেকোনো দলকে হারাতে পারে তারা।’
১৯ মার্চ কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ বিষয়ে রমিজ রাজা বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে এখন কেউ আগে থেকেই কিছু অনুমান করতে পারবে না। এই অননুমেয় ব্যাপারটাই বাংলাদেশের বড় শক্তি। এটি কোয়ার্টার ফাইনালে কাজে লাগাতে পারে তারা।’
 ইয়ান বিশপ বলেন, ‘এই বাংলাদেশের শরীরী ভাষাই অন্য রকম। গত বছরের মাঝামাঝি সময় ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া দলটির আত্মবিশ্বাসের সঙ্গে এই দলের কোনো কিছুরই মিল নেই। বাংলাদেশের এই দলটি বেশ ভারসাম্যপূর্ণ।’
পাকিস্তানের সাবেক খেলোয়াড় ওয়াসিম আকরাম বলেন, ‘আমি বাংলাদেশি ক্রিকেটের বড় ভক্ত। এই দেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে। আর বাংলাদেশ দলে এখন ভালো ক্রিকেটারের সংখ্যা নেহাতই কম নয়। কিন্তু নিজেদের চেনানোটাই বাকি ছিল তাদের। আমার মনে হয় বিশ্বকাপে সেই কাজটা তারা ভালোভাবেই করেছে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া