adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘খালেদার বক্তব্য নির্লজ্জ মিথ্যাচার ছাড়া কিছু নয়’

hanif-1426249525নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন এবং ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার বক্তব্য রাজনৈতিক ‘নির্লজ্জ মিথ্যাচার’ ছাড়া আর কিছুই না বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। 
রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় তাতক্ষণিক প্রতিক্রিয়ার তিনি এ কথা বলেন। এর আগে বিকেল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।  
খালেদা জিয়া গত ৪ জানুয়ারি থেকে কার্যালয়ে অবস্থান করে ১৯ জানুয়ারি রাতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার ৫৩ দিন পর শুক্রবার সরকারবিরোধী বিএনপি-জামায়াত জোটের চলমান আন্দোলন নিয়ে বক্তব্য রাখলেন।
প্রতিক্রিয়ায় হানিফ বলেন, ‘আমি প্রথমেই গোটা দেশবাসীর সঙ্গে অবাক হলাম খালেদা জিয়া ৬৭ দিন কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর যে কথাগুলো বললেন। এগুলো নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছুই না। তিনি ইতিপূর্বে জাতির সামনে বহুবার মিথ্যাচার করেছেন। আজকেও উনি প্রত্যেকটা কথায মিথ্যাচার করে নিজেকে আরেকবার জাতির সামনে মিথ্যাবাদী হিসেবে তুলে ধরলেন।’
তিনি বলেন, ‘উনি আরেকবার প্রমাণ করলেন, উনার বাইরেরটা যত ভালোই হোক, ভেতর একবারে পচা ও মাকাল ফলের মতো। বক্তব্যের প্রথমেই উনি শুরু করলেন জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের ‘মহানায়ক’ উল্লেখ করে। কিন্তু দেশবাসী ইতিমধ্যে জানে, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ‘খলনায়ক’ হিসেবে চিহ্নিত হয়েছেন।’
 
জিয়াকে ‘মহানায়ক’ বলার সুযোগ নেই –
জিয়াউর রহমানের শাসনামলে মুক্তিযুদ্ধবিরোধী বিভিন্ন ব্যক্তির রাজনীতিতে প্রতিষ্ঠিত করার উদাহরণ তুলে ধরে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘জিয়াকে মুক্তিযুদ্ধের নায়ক বলার সুযোগ নেই। তিনি মুক্তিযুদ্ধে পাকিস্তানি অনুচর হিসেবে খলনায়কে রূপান্তরিত হয়েছেন। সেই ব্যক্তিকে উনি মুক্তিযুদ্ধের “মহানায়ক” বললেন।’
 
শ্রদ্ধাবোধের নমুনা জাতি দেখেছে
বিএনপির শাসনামলে রাজনৈতিক শ্রদ্ধাবোধ ছিল- খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রতিবাদে আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘উনি বললেন, উনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তখন রাজনৈতিক শ্রদ্ধাবোধ ছিল। ওনার শ্রদ্ধাবোধের নমুনা কী ছিল জাতি তা দেখেছে।’
 
হানিফ বলেন, ‘২৬ হাজার আওয়ামী লীগের নেতা-কর্মীকে হত্যা করা, আহসানউল্লাহ মাস্টার, নাটোরের এমপি মমতাজ উদ্দিনকে হত্যা করা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা- এই সমস্ত ঘটনাই প্রমাণ করে, ওনার রাজনৈতিক শ্রদ্ধাবোধের নমুনা। বাংলাদেশের মানুষ সেই সময় তার শ্রদ্ধাবোধের এই নমুনা দেখেছে।’
 
পাকিস্তানি প্রভুদের নির্দেশে সহিংসতা –
সমস্যা শুরু হয়েছে ৫ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে- খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘৫ জানুয়ারি খালেদা জিয়া কেন নির্বাচনে অংশ নেননি। কী কারণে, এটা অনেক আগেই জাতির কাছে পরিষ্কার হয়েছে। যেহেতু যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর হাইকোর্টের রায়ে নিবন্ধন বাতিল হয় এবং বাতিল হওয়ার কারণেই বিএনপি নির্বাচনে আসেনি।’
তিনি বলেন, ‘কারণ বিএনপি এবং জামায়াত একে অপরের পরিপূরক। একটি মুদ্রার এপিঠ-ওপিঠ। বিএনপি-জামায়াত তাদের প্রভু পাকিস্তানের দ্বারা পরিচালিত হয়। যেহেতু তারা নির্বাচনে অংশ নেয় নাই। এজন্য নির্বাচন প্রতিহত করতে সারা দেশে তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে সহিংসতা চালিয়েছে।’
মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার খালেদা জিয়ার অভিযোগের জবাবে হানিফ বলেন, ‘মানুষের ভোটের অধিকার তো কেড়ে নিয়েছেন খালেদা জিয়া। আজকে যদি ভোটের অধিকার হরণের জন্য কারো বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয় তার (খালেদা জিয়া) বিরুদ্ধে হবে। এজন্য তাকে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
 
কোথায় বলেছেন নিয়মরক্ষার নির্বাচন –
গত ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন, এটা নিয়ম রক্ষার নির্বাচন- খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আপনি যে মিথ্যাচার করলেন। দয়া করে কি বলবেন, কোথায় কবে প্রধানমন্ত্রী এ ধরনের কথা বলেছিলেন। এ ধরনের কাল্পনিক, বানোয়াট মিথ্যাচার করে জাতির মধ্যে বিভ্রান্তি ছড়ানো দেশবাসী আর সহজভাবে মেনে নেবে না।’
 
ভূতের মুখে রাম নাম –
বিএনপি হত্যার রাজনীতি করে না- খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘আমাদের মনে হচ্ছে ভূতের মুখ রাম নাম। তার স্বামী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি তো হত্যার মধ্য দিয়েই রাজনীতি শুরু করেছেন। বিএনপির  রাজনীতিই হচ্ছে হত্যা এবং খুনের রাজনীতি। সে দলের নেত্রী খালেদা জিয়াও এই হত্যার রাজনীতির সঙ্গে জড়িত। সেই তিনি বলছেন তার দল নাকি হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না।’
 
খালেদার দেশ বিক্রি –
সরকার বিএনপি-জামায়াত জোটের আন্দোলন বিভ্রান্ত করার জন্য বিভিন্ন মিথ্যাচার করছে- খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘আজকে কথায় কথায় উনি বলেছেন বাংলাদেশের মালিকানা দেশের মানুষের। তাহলে কি দেশের মালিকানা অন্য কারো নামে লেখা আছে। আসলে তিনি নিজেকে বাংলাদেশি  হিসেবে ভাবেন না। বাংলাদেশের মালিকানাটা পাকিস্তানি প্রভুদের কাছে বিক্রি করতে পারলে ওনার ভালো হয়। সেই প্রভুদের নির্দেশেই আজকে তিনি তথাকথিত আন্দোলন করছেন।’
সংবাদ সম্মেলনে হরতাল-অবরোধে অগ্নিদগ্ধদের দায় স্বীকার না করায় বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে হানিফ বলেন, ‘তিনি আজ তার বক্তব্যে একবারও সেই মানুষগুলোর কথা বলেননি, একবারও তাদের দেখতে যাননি। আমরা বহুবার বলেছি, এই হত্যার দায় খালেদা জিয়াকেই বহন করতে হবে। এই দায় থেকে ওনার রেহাই পাওয়ার সুযোগ নেই।’
 
বিএনপি-জামায়াত জোটের আন্দোলনে ‘সাড়া না দেওয়ায়’ দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে খালেদা জিয়ার বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানান হানিফ।
 
দেশে সংকট নেই –
এক প্রশ্নে জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘দেশে সাংবিধানিক সংকট নেই। দেশে রাজনৈতিক সংকট আছে, কিছু রাজনৈতিক দল পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারছে। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এই সন্ত্রাসী কর্মকাণ্ড যেকোনো মূল্যে দমন করা সরকারের দায়িত্ব।’
 
খুনির সঙ্গে সংলাপ নয় –
বিএনপির সংলাপের আহ্বানের ব্যাপারে হানিফ বলেন, ‘কার সঙ্গে সংলাপ হবে। আমরা তো আগেই বলেছিলাম, খালেদা জিয়া কি দায় স্বীকার করেছেন? এখন পর্যন্ত নাশকতা বন্ধ হয়েছে? যত মানুষ পুড়ে মারা হয়েছে উনি (খালেদা জিয়া) যদি দায়ভার না নেন, তাহলে তার সঙ্গে সংলাপ হবে কী করে?’
 
তিনি বলেন, ‘দেশবাসী জানে, খালেদা জিয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তিনি একজন খুনি, একজন মানুষ হত্যাকারী। তার সঙ্গে সংলাপ হতে পারে না।’
 
‘ফেরারি আসামির’ সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্ন –
সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই- খালেদা জিয়ার এমন অভিযোগের বিষয়ে হানিফ বলেন, ‘উনি একজন ফেরারি আসামি হিসেবে, জঙ্গি নেত্রী হিসেবে, খুনি হিসেবে সাংবাদিক ডেকে এনে সংবাদ সম্মেলন করেন, তা করার পরও কীভাবে বলতে পারেন সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই?’
গ্রেফতারি পরোয়ানা জারির পরও খালেদা জিয়াকে গ্রেফতারে বিলম্ব কেন- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়া একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি একটা বড় দলের নেতা। তার বিরুদ্ধে আইনের যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করেই আইনি ব্যবস্থা নেওয়া হোক। আমরা চাই আইনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই ওনাকে আইনের আওতায় আনা হোক।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, ফরিদুন্নাহার লাইলী, ডা. আবদুস সোবহান গোলাপ, এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, এস এম কামাল, আমিনুল ইসলাম আমিন, মুজিবুল হক প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া