adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘বাচ্চা তৈরির যন্ত্রে পরিণত হবে ইরানি নারীরা’

news_img (4)আন্তর্জাতিক ডেস্ক : জনসংখ্যা বাড়ানোর লক্ষ্যে দু'টি পৃথক বিল পাস করতে যাচ্ছে ইরানের পার্লামেন্ট। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিল দুটির ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছে যে, প্রস্তাবিত এই বিল পাস হলে ইরানের নারীরা 'বাচ্চা তৈরির যন্ত্রে' পরিণত হবে। ফলে তারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। খবর বিবিসির
খবরে বলা হয়, প্রস্তাবিত এক বিলে স্বেচ্ছায় বন্ধ্যাত্ব নিষিদ্ধকরণ ও জন্মহার নিয়ন্ত্রণের হার বাড়ানোর কথা বলা হয়েছে। আরেক প্রস্তাবনায় বাচ্চা ছাড়া নারীদের চাকরি পাওয়া কঠিন হবে বলে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি, প্রস্তাবিত এই আইন পাস হলে ইরানে নারীদের অধিকার খর্ব হবে। এর ফলে দেশটির নারীরা কয়েক দশক আগের অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা রয়েছে।
মানবাধিকার সংস্থাটি সতর্কবার্তা দিয়ে বলেছে, স্বেচ্ছায় বন্ধ্যাত্ব নিষিদ্ধ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপারে তথ্য নেওয়া বন্ধ করলে অপ্রত্যাশিত সন্তানধারণের সংখ্যা বেড়ে যাবে। এর ফলে দেশটিতে নারীদের অনিরাপদ গর্ভপাতের হার বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া