adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের বিরুদ্ধেও লড়াই চালিয়ে যেতে চায় বাংলাদেশ

NZ-1426161915স্পোর্টস ডেস্ক :  আগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে টাইগাররা। এর আগে ২০০৭ সালে বিশ্বকাপে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলেছিলো বাংলাদেশ।
শুক্রবার ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হ্যামিলটনে বাংলাদেশ সময় সকাল ৭ টায় শুরু হবে ম্যাচটি। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে গড়ানো শেষ সাত ওয়ানডেতেই জিতেছে বাংলাদেশ। দেশের মাটিতে পর পর দুটি ওয়ানডে সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখায় টাইগাররা। যা ‘বাংলাওয়াশ’ নামেই বেশি পরিচিত।
এবার নিউজিল্যান্ডের সঙ্গে পরিসংখ্যানটা ৮-০ করার সুযোগ বাংলাদেশের। এর আগে ওয়ানডেতে বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হয় মোট ২৫ বার।  এর মধ্যে ১৬টিতে কিউইরা জিতেছেন। বাংলাদেশের জয় আটটি ম্যাচে। অপর ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে নিউজিল্যান্ডের মাটিতে তাদের কখনো হারাতে পারেননি টাইগাররা। এবার কি পারবেন সাকিব-মুশফিকরা?
 
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দারুণ উজ্জীবিত মাশরাফি বাহিনী। ইংলিশদের হারিয়ে টাইগারদের আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে। তার মধ্যে ‘বাংলাওয়াশের’ সুখস্মৃতির অনুপ্রেরণা তো আছেই। ম্যাচের আগের দিন বৃহস্পতিবার ঘাম ঝরানো অনুশীলন করেছেন বাংলাদেশের খেলোয়াড়রা।
 
বাংলাদেশের ব্যাটিংয়ে দুর্দান্ত ফর্মে আছেন মুশফিকুর রহিম। বিশ্বকাপে প্রথম চার ম্যাচের তিনটিতেই ফিফটি করেছেন বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তো মাত্র ৭৭ বলে ৮৯ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন মুশফিক। এ ছাড়া বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েন মাহমুদউল্লাহ। দলের তরুণ ব্যাটসম্যান সৌম্য সরকারও বেশ ছন্দে আছেন। কাল নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্যরা।
 
বল হাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানের স্ট্যাম্প উপড়ে দিতে রয়েছেন পেসার রুবেল হোসেন। ইংল্যান্ডকে হারাতে বোলিংয়ে সবচেয়ে বেশি অবদান তারই। ক্যারিয়ারের একমাত্র হ্যাটট্রিকটি নিউজিল্যান্ডের বিপক্ষেই করেছিলেন রুবেল। সেরা বোলিং ফিগার কিউইদের বিপক্ষেই। ২০১৩ সালে মাত্র ২৬ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছিলেন রুবেল। পুরোনো প্রতিপক্ষকে সামনে পেয়ে এবারও ‘বিধ্বংসী’ হয়ে উঠতে পারেন এই টাইগার পেসার। এ ছাড়া মাশরাফি, তাসকিনরা তো আছেনই। যদিও এই ম্যাচে মাশরাফিকে বিশ্রাম দেওয়া হতে পারে।
 
অপরদিকে আসরে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো অপরাজিত থেকে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার সুযোগ বিশ্বকাপের সহ-আয়োজকদের সামনে। দলে ব্যাটিংয়ে দারুণ ফর্মে আছেন ব্রেন্ডন ম্যাককালাম। এবার বিশ্বকাপের দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন এই কিউই অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ফিফটি করে নজিরটি গড়েন তিনি। কাল হ্যামিলটনেও ব্যাট হাতে ঝড় তুলতে পারেন ম্যাককালাম। বোলিংয়ে টিম সাউদি, ট্রেন্ট বোল্টরাও বেশ ছন্দে আছেন।
 
সব মিলিয়ে কাল বাংলাদেশ-নিউজিল্যান্ডের এক জমজমাট লড়াই অপেক্ষা করছে। বাংলাদেশ ৮-০ মিশনটা সম্পূর্ণ করতে পারবে কি? সময়ই জবাব দেবে!

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া