adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরমাণু বোমায় ভারতের চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান

065ea14241ea843818cc22c621d69131_XLআন্তর্জাতিক ডেস্ক : পরমাণু বোমার প্রতিযোগিতায় ভারতের চেয়ে পাকিস্তান এগিয়ে রয়েছে। নয়াদিল্লির তুলনায় ইসলামাবাদের  অস্ত্র ভাণ্ডারে ১০টি পরমাণু বোমা বেশি রয়েছে।  পরমাণু বোমা বিষয়ক সংস্থা বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্ট এ তথ্য দিয়েছে।  এ সংস্থার হিসাব অনুযায়ী, ভারতের অস্ত্র ভাণ্ডারে রয়েছে ১১০টি এবং পাকিস্তানে রয়েছে ১২০টি বোমা।
 
গত ৫০ বছরের বেশি সময় ধরে এ সংস্থা বিশ্বকে পরমাণু বোমা, জলবায়ু পরিবর্তন, বিশ্বে সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠা সংক্রান্ত নানা তথ্য দিয়ে যাচ্ছে।
 
এ সংস্থার নিউক্লিয়ার নোটবুকে বলা হয়েছে, ১৯৯৮ সালে মাত্র তিন সপ্তাহের ব্যবধানে পরমাণু বোমার পরীক্ষাকরে ভারত ও পাকিস্তান। আর এর মধ্যদিয়ে দক্ষিণ এশিয়ায় পরমাণু বোমা তৈরির প্রতিযোগিতা শুরু হয়।
 
২০০২ সাল থেকেই ভারতের চেয়ে ১০টি পরমাণু  বোমা বেশি রয়েছে পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারে। অবশ্য ১৯৯৯ সালে দু'দেশের পরমাণু বোমার সংখ্যা ছিল মাত্র আটটি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া