adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের আম্পায়াররা কই?

nirmalendu-goonনির্মলেন্দু গুণ : ২০১৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত, গত ১০০ বছরে ৪৭৮ জন আম্পায়ার টেস্ট ক্রিকেটে আম্পায়ারিং করেছেন। ঐ তালিকায় দশটি টেস্ট খেলুড়ে দেশের ভিতর থেকে টেস্ট পরিচালনা করার সুযোগ পাওয়া আম্পায়ারদের দেশওয়ারি সংখ্যা হচ্ছে এরকম: ইংল্যান্ড ১০৮ জন, অস্ট্রেলিয়া ৭২, ভারত ৫৭, ওয়েষ্ট ইন্ডিজ ৪৯, দক্ষিণ আফ্রিকা ৪১, নিউ জিল্যান্ড ৩৫, পাকিস্তান ৩২, শ্রীলঙ্কা ১৬, জিম্বাবুয়ে ৪ এবং বাংলাদেশ ৪।
একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচে ১৯৭১-২০১৫ পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোতে যারা আম্পায়ারিং করার সুযোগ পেয়েছেন, তাদের দেশওয়ারি সংখ্যা নিম্নরূপ : ভারত ৮৬ জন, অস্ট্রেলিয়া ৪২, ইংল্যান্ড ৪১, পাকিস্তান ৩৭, শ্রীলংকা ২২, ওয়েস্ট ইন্ডিজ ৩২, নিউজিল্যান্ড ২৯, দক্ষিণ আফ্রিকা ১২, জিম্বাবুয়ে ১৪, বাংলাদেশ ১০ জন।
একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশিসংখ্যক ম্যাচে আম্পায়ারিং করার গৌরব অর্জন করেছেন : দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্টজেন ২০৯ ম্যাচ, নিউজিল্যান্ডের বিলি বাউডেন ১৯৩, ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনার ১৮১, অস্ট্রেলিয়ার সাইমন টাওফেল ১৭৬, অস্ট্রেলিয়ার ড্যারেল হারপার ১৭৪, ইংল্যান্ডের ডেভিড শেফার্ড ১৭২, পাকিস্তানের আলিম দার ১৬৮। বাংলাদেশের এনামুল হক সবচেয়ে বেশি, ৪৯ ম্যাচে আম্পায়ারিং করার সুযোগ পেয়েছেন।
কী টেস্ট, কী একদিনের আন্তর্জাতিক ম্যাচ- উভয় ধরণের খেলাতেই আম্পায়ার নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের প্রতি আইসিসির বৈরিদৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আইসিসির পূর্ণ সদস্যপদ লাভের পরও আমাদের প্রতি আইসিসির এই বিবেচনা মোটেও গ্রহণযোগ্য নয়।  মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আমাদের দাবি যথাযথভাবে তুলে ধরতে পারছেন না। আমাদের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বার্গেনিং এবিলিটি কম, তা বাড়াতে হবে। কেননা, আমি মনে করি এর সঙ্গে আমাদের ক্রিকেটারদের মনোবল বৃদ্ধির ব্যাপারটি মনস্তাত্ত্বিকভাবে জড়িত।  
২০১১ সালে বাংলাদেশ-ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত দশম বিশ্বকাপ ক্রিকেটে ১৮ সদস্যের আম্পায়ার লিস্টের বাইরে বাংলাদেশের এনামুল হক-কে রিজার্ভ লিস্টে রাখা হয়েছিল। ওটা ছিলো আমাদের জন্য সান্ত্বনা পুরস্কার।
 এবারের একাদশ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের কোনো আম্পায়ার মূল প্যানেলে তো নেই-ই, এমনকি রিজার্ভ লিস্টেও নেই। এবার আমাদের সেই সান্ত্বনা পুরস্কারটিও রইলো না।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া