adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫০০ ধরণের অস্ত্র দিয়ে শুরু হলো রাশিয়ার সেনা মহড়া

081fa62019ad23616f941ad1330e8d93_XLআন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ককেশিয়াসহ দেশটির দক্ষিণাঞ্চলে বিশাল সামরিক মহড়া শুরু করেছে। এতে অন্তত ২,০০০ রুশ সেনা অংশ নিয়েছে এবং প্রায় ৫০০ ধরণের অস্ত্র ব্যবহার করা হচ্ছে।
রাশিয়ার ১২টি ফায়ারিং রেঞ্চ বা চাঁদমারিতে বিমান প্রতিরক্ষা বাহিনীর মাঠ পর্যায়ের মহড়া চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। এ সব চাঁদমারি উত্তর ককেশিয়া, ক্রিমিয়া, আবখাজিয়া, দক্ষিণ ওসেটিয়া এবং আর্মেনিয়ায় অবস্থিত।
প্রতিদিন কমপক্ষে ১০ ঘণ্টা ধরে মহড়া চলবে এবং এর মধ্যে অর্ধেক অনুশীলনই চলবে রাতে। মহড়ায় ব্যবহৃত অস্ত্রের মধ্যে  কয়েক ধরণের কামান এবং ক্ষেপণাস্ত্র রয়েছে।  এ ছাড়া, গোয়েন্দা ততপরতায় নিয়োজিত ড্রোনও ব্যবহার করা হবে এতে।
মহড়ায় অংশ নেয়ার জন্য ন্যাটোর ছয় যুদ্ধ জাহাজ যখন কৃষ্ণ সাগরে পৌঁছেছে তখন  রুশ বাহিনী এ মহড়া শুরু করেছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া