adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৈশাখী টেলিভিশনের নতুন সিইও ফারহানা নিশো!

11042195_767822146647089_1092687625_nরিমন মাহফুজ ও রিকু আমির : হঠাৎ করেই বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মঞ্জুরুল আহসান বুলবুল আর থাকছেন না! এ চেয়ারে বসতে যাচ্ছেন একজন নারী, নাম ফারহানা নিশো। মিডিয়া পাড়ার জন্য এটি পিলে চমকানোর মতো খবর হলেও তা-ই বাস্তবায়ন হতে যাচ্ছে আগামীকাল রোববার। এ নিয়ে বৈশাখী টেলিভিশন কার্যালয়ে দুঃখের লেশ মাত্র নেই! কোনো দুঃখ, অভিযোগ বা আক্ষেপ নেই মঞ্জুরুল আহসান বুলবুলের মনেও, বরং তিনিসহ বৈশাখী টেলিভিশনের সবাই বিশাল খুশি! কারণ বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে তিনি মাত্র একদিনের জন্য সিইও পদে থাকছেন না! রোববার বাংলাদেশসহ বিশ্বব্যাপী উদযাপিত হবে দিবসটি।
দিবসটি উপলক্ষ্যে একদিনের জন্য কেবল বৈশাখী টেলিভিশনের সিইও পদেই নারী নয়, আরও ২২টি পদে বসবেন নারী কর্মকর্তা। অর্থাৎ রোববার গোটা বৈশাখী টেলিভিশনের হর্তাকর্তা হবেন নারীরাই।
তারা হচ্ছেন সঞ্চিতা শর্মা, খাদিজা নাহার রীতা, রুমানা আফরোজ, জেসিকা তারতিলা সোমা, রাবেয়া স্মৃতি, আফরোজা আক্তার, শাহানাজ বিশ্বাস ইয়াসমিন, শাহনাজ পারভীন, সেঁজুতি রহমান, বিউটি রাণী সমাদ্দার, ফারহা হোসেন, তাসলিমা মোশারফ, তাসলিমা সাকিব, শরচিফা আক্তার শশী, লায়লা আনজুমান রতœা, মরিয়ম মমতাজ রিপা, তাহমিনা খানম, শারমিন দীপ্তি, নুরুন নাহার, মেরিনা মাহফুজ, রিশমী আক্তার তিশা, লাবণ্য হাসান প্রমুখ।
রোববার একদিনের জন্য তারা বসবেন যথাক্রমে হেড অব নিউজ, প্রধান বার্তা সম্পাদক, নিউজ এডিটর (বাংলা), নিউজ এডিটর (ইংলিশ), ন্যাশনাল ডেস্ক, ইন্টারন্যাশনাল ডেস্ক, চচিফ রিপোর্টার, সহকারী চিফ রিপোর্টার, বিজনেস চিফ, কালচার চিফ, ক্রাইম চচিফ, হেড অব প্রোডাকশন, হেড অব ব্রডকাস্ট, চিফ ভিডিও এডিটর, আইটি চিফ, ট্রান্সমিশন চিফ, স্টুডিও ইনচার্জ, হেড অব প্রোগ্রাম, মেক-আপ চিফ, মার্কেটিং বিভাগ প্রধান, প্রশাসন বিভাগ প্রধান, অর্থ ও হিসাব বিভাগ প্রধান।
সোমবার ফিরবেন নিয়মিত পদে। এসব হচ্ছে যথাক্রমে সহকারি বার্তা সম্পাদক, স্টাফ রিপোর্টার, সিনিয়র  নিউজ প্রেজেন্টার, সিনিয়র নিউজ প্রেজেন্টার, নিউজ রুম এডিটর এবং নিউজ প্রেজেন্টার, নিউজ রুম এডিটর, স্টাফ রিপোর্টার, স্টাফ রিপোর্টার, স্টাফ রিপোর্টার, স্টাফ রিপোর্টার, স্টাফ রিপোর্টার, নিউজ প্রেজেন্টার, এক্সিকিউটিভ প্রেজেন্টেশন, ট্রেইনি ভিডিও এডিটর, ভিডিও এডিটর, এক্সিকিউটিভ, ট্রান্সমিশন, লাইব্রেরিয়ান, প্রযোজনা সহকারি, মেক-আপ আর্টিস্ট, সহকারি মহা-ব্যবস্থাপক, নিউজ প্রেজেন্টার, নিউজ প্রেজেন্টার।
আর ফারজানা নিশো ফিরবেন তার নিয়মিত পদ হেড অব করপোরেট এ্যাফেয়ার্সে।
বিশ্ব নারী দিবস উদযাপন করতে বৈশাখী টেলিভিশন ব্যাতিক্রমী এ উদ্যোগ নেয়ার পাশাপাশি আরও কিছু উদ্যোগ নিয়েছে।
রোববার সকাল ১১ টায় বৈশাখী কার্যালয়ে কেক কেটে দিনটির সূচনা করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
এছাড়া বৈশাখী টেলিভিশনে কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারীদের নানা ধরণের উপহার সামগ্রী প্রদান করা হবে।
গোটা অনুষ্ঠানটির যাবতীয় খরচ বহন করবে টেলিভিশনটির পুরুষ কর্মকর্তা-কর্মচারিরা। এমন তথ্য জানিয়ে প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল আমাদের সময় ডটকমকে বলেন, এর মাধ্যমে সবার মধ্যে আন্তরিকতা বাড়বে।
তিনি আরও বলেন, বিশ্ব নারী দিবস বছররের বিশেষ দিন। আমরা তাদের প্রতীকী অর্থে সম্মাননা নিয়ে বোঝাতে চাই নারীরাও সম্মান পাবার যোগ্য। তাদের নেতৃত্বে এই একটি দিন কাজ করে বোঝাতে চাই, নারীরাও নেতৃত্ব দেবার যোগ্যতা রাখে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া