adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ.আফ্রিকাকে ২২৩ রানের টার্গেট দিলো পাকিস্তান

South Africa v Pakistan - 2015 ICC Cricket World Cupস্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের ৫ম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২২৩ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। সকালে টসে হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেটে হারাতে থাকে পাকিস্তান।এর মাঝে ২বার বৃষ্টি হানা দিলে পাকিস্তানের সামনে খেলা দাড়ায় ৪৭ ওভারের। 
সকালে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানে ব্যাক্তিগত ১৮ রানে ফিরে যান ওপেনার আহেম্মেদ শেহজাদ। তার বিদায়ের পরে ম্যাচের কিছুটা হাল ধরার চেষ্টা করেন ইউনিস খান ও শরফরাজ আহম্মেদ। দুজনে গড়েন ৬২ রানের জুটি। তবে তাকে বেশী দুরে নিতে পারেনি শরফরাজ আউট হন দলীয় ৯২ রানে। আউট হওয়ার আগে শরফরাজ করেন ৫ চারে ও ৩ ছয়ে ৪৯ বলে ৪৯ রান।
এরপর দলীয় ১৩২ রানে ফিরেন ইউনিস খান। ডি ভিলিয়ার্সের বলে রিলে রুশোর হাতে ধরা পরে ৩৭ রানে বিদায় নেন ইউনিস। তারপরে ক্রিজে আসেন ইউনিস খান । ক্রিজের একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে ছিলো আসা যাওয়ার মিছিল। একে একে ফিরে গেছেন শোয়ব মাকসুদ,ওমর আকমল ,শহিদ আফ্রিদি ও ওহাব রিয়াজ। 
অবশেষে দলীয় ২১২ রানে ফিরে গেলেন মিসবাহ নিজেও । ইনিংসের ৪৩ তম ওভারে ডেল স্টেইনের বলে পিছনে খেলতে গিয়ে সীমানায় মরনে মরকেলের হাতে ধরা পড়েন মিসবাহ। আউট হওয়ার আগে ৮৬ বলে ৪টি চারের সাহায্যে ৫৬ রান করেন মিসবাহ। আফ্রিকার বোলারদের হয়ে  ৩০ রানে ৩টি উইকেট নিয়েছেন ডেল স্টেইন। আর দুটি করে উইকেট নেন কাইল অ্যাবট ও মরনে মরকেল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া