adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সাকিবদের স্পিন মোকাবিলায় স্কটল্যান্ড প্রস্তুত

Scotlandস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ স্পিন নির্ভর আক্রমণ করতে পারে বলে মনে করছে স্কটল্যান্ড। দলটির অধিনায়ক প্রেস্টন মমসেন জানিয়েছেন, স্পিন সামলানোর বিদ্যা শিখে এসেছেন তারা।
বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে বাংলাদেশের মুখোমুখি হবে স্কটল্যান্ড। তাদের আগের দিন সংবাদ সম্মেলনে দলের মমসেন বলেন, আমরা স্পিন নির্ভর বোলিং আক্রমণ প্রত্যাশা করছি। তার জন্য আমরা প্রস্তুত হচ্ছি।
অধিনায়ক জানান, গত এক বছর ধরেই স্পিন সামলানোর অনুশীলন করছেন স্কটল্যান্ডের ব্যাটসম্যানরা। দুবাইয়ে ম্যাথু ম্যানার্ডের (ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার) অধীনে ১০ দিনের একটি ব্যাটিং ক্যাম্প করেছি। মমসেন জানান, স্পিনের বিপক্ষে প্রান্ত বদল করে খেলা এবং প্রয়োজনে চার-ছক্কা বের পথগুলো এখন তাদের জানা।    
মিডলঅর্ডার দৃঢ় থাকা বেশি জরুরি। বাংলাদেশ লাইনআপে ভালো কিছু স্পিনার আছে। সাকিব আল হাসানের সঙ্গে আপাতত স্পিন আক্রমণে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় আছেন দুই বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও তাইজুল ইসলাম।
স্যাক্সটন ওভালের স্পিনারদের জন্য খুব একটা সহায়তা আছে বলে মনে করেন না মমসেন।
 এই নতুন উইকেট। বেশি টার্ন আশা করছি না। বাংলাদেশ স্পিন নির্ভর বোলিং আক্রমণ নিয়ে খেললে আমাদের জন্যই বেশি মানানসই হবে।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া