adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাজধানীতে বাস-ট্রাকসহ ৪ গাড়িতে অগ্নিসংযোগ

102783_1-400x227নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ-হরতালে রাজধানী ঢাকায় অন্তত তিনটি বাস-ট্রাকসহ চারটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন এলাকায় এ সব ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর জুরাইনের রেল গেট এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রীবাড়ীর গোলাপবাগে ডাচ বাংলা ব্যাংকের সমনের সড়কে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময় সায়দাবাদ পুলিশ ফাঁড়ির সামনেও একটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এছাড়া রাজধানীর রামপুরায় হরতাল সমর্থনে মিছিল নিয়ে এসে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১১-৪৯৩৬) আগুন দেয় হরতাল-অবরোধকারী সমর্থকরা।
এ সময় তারা বেশ কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটায়। এতে ওই এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়। নিজেদের রক্ষায় লোকজন দিগ্বিদিক ছুঁটতে থাকে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া