adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিরল ছবি : উড়ন্ত কাঠঠোকরার পিঠে বেজি

aa-1425479769আন্তর্জাতিক ডেস্ক : প্রাণিজগতে কতই না বৈচিত্র্য। তাই বলে সামান্য কাঠঠোকরার পিঠে চড়ে বেজির শূন্যে ভ্রমণ? সত্যিই অভূতপূর্ব।
অবশ্য এর পেছনে রয়েছে কাঠঠোকরার জীবন-মরণের প্রশ্ন। যিনি এই বিরল ছবি তুলেছেন, তিনি জানিয়েছেন, ছোট আকারের একটি বেজি কাঠঠোকরাটিকে আক্রমণ করে। প্রাণ বাঁচতে উড়াল দেয় পাখিটি। কিন্তু কাঠঠোকরার ঘাড়ের ওপর কাঁমড়ে ধরে তার পিঠের ওপর চেপে বসে বেজিটি। জীবন বাঁচাতে ওই অবস্থাতেই পাখিটি উড়তে থাকে।
পূর্ব লন্ডনের হনচার্চ কাউন্টি পার্কে স্ত্রীর সঙ্গে হাঁটছিলেন ফটোগ্রাফার মার্টিন লে-মে। এ সময় ‘খ্যাঁচম্যাচ’ করার আওয়াজ পান তারা। কিছুক্ষণ পরে তারা দেখতে পান একটি কাঠঠোকরা ও ছোট একটি বেজির মধ্যে সংঘর্ষ চলছে। কাঠঠোকরাকে কাঁমড়ে ধরেছে বেজি আর প্রাণ বাঁচতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাখিটি। এ সময় কাঠকোঠরাটি উড়াল দেয়, তখন তার পিঠে চড়ে বসে বেজি।
 
মার্টিন লে-মে আরো জানান, কিছু দূর যাওয়ার পর মাটিতে আঁছড়ে পড়ে কাঠঠোকরা। সঙ্গে সঙ্গে  ঘন ঘাসের মধ্যে ঢুকে যায় বেজি। বিশ্রাম নিতে থাকে ক্লান্ত কাঠঠোকরা। তথ্যসূত্র : অরেঞ্জ অনলাইন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া