adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইনজীবীদের দু’পক্ষের হাতাহাতি

Chittagong+Court-e1405605616597ডেস্ক রিপোর্ট : হরতালে আদালতের কার্যক্রমে অংশগ্রহণ নেয়ার বিষয়ে ডাকা তলবী সভাকে কেন্দ্র করে সরকারপন্থি ও বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বর্তমানে আদালতের মূল ফটকে দু’পক্ষের আইনজীবীরা অবস্থান নিয়েছেন। দু’পক্ষের মধ্যবর্তী স্থানে অবস্থান নিয়েছে শতাধিক পুলিশ সদস্য। মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম আদালতে এ ঘটনা ঘটে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকিন ইবনে মিনান বলেন, ‘বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের একটি দল মিছিল নিয়ে আদালতের মূল ফটকে এলে সরকারপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
উল্লেখ্য, বিগত দিনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেয়া একটি সিদ্ধান্ত অনুযায়ী হরতালে আদালতের কার্যক্রমে অংশ নেন না আইনজীবীরা। সমিতির এই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়ে আসছে আইনজীবীদের একটি অংশ। এ পরিস্তিতিতে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার দুপুরে জরুরি বৈঠক ডেকেছে আইনজীবী সমিতি। বৈঠকের আগেই হাতাহাতির এ ঘটনা ঘটলো।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া