adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা

Bus-1425233524ডেস্ক রিপোর্ট : রোববার রাত ৮টার দিকে বগুড়ার শাজাহানপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটিতে আগুন ধরে গেলেও ভাগ্যক্রমে বেঁচে গেছেন যাত্রী, চালক এবং হেলপার।
পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী টিআর ট্রাভেলসের একটি বাস বগুড়ার ঠনঠনিয়া বাস টার্মিনালে যাত্রী নামিয়ে দেয়। এরপর বাসটিতে থাকা ১০ জন যাত্রী নিয়ে নওগাঁর উদ্দেশে রওনা হয়। ওই বাসটি শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় মোড় ঘোরার সময় দুর্বৃত্তরা বাসটির পিছনে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বাসের পিছন অংশে আগুন ধরে যায়। চালক দ্রুত মহাসড়কের পার্শ্বে বাসটি থামিয়ে দিলে যাত্রীসহ সকলে নেমে যায়। এ সময় দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান পেট্রোল বোমা হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও যাত্রীদের কেউ হতাহত হয়নি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া