adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘জাতির একমাত্র ভরসা ইমরানের খুব তাড়াতাড়ি অস্ত্র হাতে নেওয়া উচিত!’

DSC_0372_1-400x252হাসিবুল হাসান : ‘আমাদের অস্ত্র হাতে নিতে বাধ্য করবেন না’ ব্লগার ও লেখক অভিজিত রায় হত্যাকাণ্ডের ঘটনায় গণজারণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন। ইমরান এইচ সরকারের বক্তব্যের জবাবে অনেকটা তুচ্ছ-তাচ্ছিল্যের স্বরে তিনি বলেন, এই মুহুর্তে জাতির একমাত্র ভরসা ইমরান! ওনাকে অস্ত্র হাতে নিয়ে ঝাপিয়ে পড়তে বলেন। উনিই জাতির ভরসা, উনার খুব তাড়াতাড়ি অস্ত্র হাতে নেওয়া উচিত!
সোমবার দুপুরে এ প্রতিবেদকের সঙ্গে একান্ত আলাপকালে নূহ-উল-আলম লেনিন এসব কথা বলেন। ব্লগার ও লেখক অভিজিত রায় হত্যাকাণ্ডের পরে আওয়ামীলীগের দলীয়ভাবে কোনও প্রতিক্রিয়া না জানানো এবং কোনও নেতা বা মন্ত্রীর শহীদ মিনারে না যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, দলীয় প্রতিক্রিয়া আলাদাভাবে হয়তো দেওয়া হয়নি। কিš‘ ১৪ দলের মিটিং শেষে ১৪ দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেয়া হয়েছে। ১৪ দলে তো আওয়ামীলীগও শরীক। আর শহীদ মিনারে যাওয়ার বিষয়ে হয়তো কারও কারও ওপর নির্দেশ ছিল। কিন্তু যে কোনও কারণে যেতে পারেননি। এটাতে সামান্য উদাসীনতা থাকতে পারে। তবে আমরা দ্বিমত ছিলাম না। আর সরকারকে প্রতিক্রিয়াহীনও বলা যাবে না। তাছাড়া এই ঘটনায় আজ একজনকে আটক করা হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া