adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আফ্রিদির জম্মদিনে জিম্বাবুয়ের হাঁস উপহার

shahidমেহেদী মাসুদ :  পাকিস্তানের নির্ভরযোগ্য অলরাউন্ডার শহীদ অফ্রিদির জš§দিন ছিলো আজ রোববার।  জš§দিনের দিন জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে খেলতে নেমেছিলেন পাকিস্তানের হার্ডহিটার ‘বুম বুম’ আফ্রিদি। প্রথম দু’ম্যাচে শোচণীয় পরাজয়ের ব্যথা ভুলে আজ নিজের জš§দিনে হয়তো ভেবেছিলেন তৃতীয় ম্যাচে দলকে এবং নিজেকে পুরোনো রুপে তুলে ধরবেন।
অনেকে ভেবেছিলেন মাঠে উপস্থিত দর্শকসহ বিশ্বব্যাপী তাদের ভক্তদের মারমুখী ব্যাটিংয়ের প্রদর্শনীর ফুলকি ঝড়িয়ে সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসাবেন।
কিন্তু জš§দিনে ব্যাটে আগুন ঝড়ানো তো দূরের কথা, দ্বিতীয় বলেই ডাক (হাঁস) মেরে ফিরতে হলো তাকে। জিম্বাবুয়ের দেয়া এই হাঁস উপহার নিয়ে মাথা নিচু করেই মাঠ ছাড়েন ৩৫ বছরে পা রাখা শহদি আফ্রিদি। ম্যাচের ৩৫তম ওভারের পঞ্চম বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে তিনি খেলেন দুইটি বল। এ ম্যাচটির আগে আফ্রিদি ৩৯৩ ম্যাচে ৭৮৯৮ রান সংগ্রহ করেছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া