adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব – মুশফিককে টপ অর্ডারে চান গাভাস্কার

bd স্পোর্টস ডেস্ক : দলের সেরা ব্যাটসম্যানরা ব্যাটিং করেন টপ অর্ডাওে এটাই তো নিয়ম। অথচ বাংলাদেশের ক্ষেত্রে এর ব্যত্যয় গত দুই ম্যাচে। দেশের দুই সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান নামছেন ছয় ও সাতে। তারা যখন মাঠে নামেন তখন হয় দল বিপদে, নয় তো ম্যাচের গতিপথ হয়ে গেছে নির্ধারিতই। ভারতের ক্রিকেট-কিংবদন্তি সুনীল গাভাস্কার মনে করেন, সাকিব-মুশফিকের স্থান ছয় কিংবা সাতে নয়, আরও ওপরের দিকে নামাটা বাংলাদেশের দুই সেরা ব্যাটসম্যানের অধিকার।
বেশ আগ থেকেই সাকিবে মুগ্ধ গাভাস্কার। ইমরান খান ও ইয়ান বোথামের পরে তৃতীয় ক্রিকেটার হিসেবে একই টেস্টে শতরান এবং ১০ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব অর্জনের পর নিজের কলামে বিশ্বসেরা অলরাউন্ডারকে স্তুতিবানে ভাসিয়েছিলেন এই ভারতীয় ক্রিকেট গ্রেট। শনিবার ভারত-আরব আমিরাত ম্যাচের পর স্টার স্পোর্টসে ডিন জোনসের সঙ্গে বিশ্লেষণী আলাপচারিতায় বাংলাদেশ প্রসঙ্গে গাভাস্কার কাতর কণ্ঠেই সাকিব ও মুশফিককে ব্যাটিং অর্ডারের আরও ওপরের দিকে খেলানোর ব্যাপারে নিজের মতামত তুলে ধরেছেন।
গাভাস্কারের বক্তব্য ছিল এমনই, ‘সাকিব-মুশফিক ভালো ব্যাটসম্যান। দুজনই ফর্মে রয়েছে। আমার মনে হয়, তাদের আরও ওপরে খেলানো উচিত। মুশফিককে খেলানো যেতে পারে তিনে আর সাকিবকে চারে। এতে করে আরও রান করতে পারবে তারা।
বাংলাদেশের দর্শকদেরও ভূয়সী প্রশংসা করলেন গাভাস্কার। বললেন, ‘আমি সত্যিই বাংলাদেশের দর্শকদের ভালোবাসা অনুভব করি। বাংলাদেশের দর্শকেরা দলকে ভীষণ ভালোবাসে। খেলা থাকলেই ছুটে আসে দলকে উতসাহিত করতে। ক্রিকেটে হার-জিত আছে এটা সব সমর্থকই বোঝে। কিন্তু তারা দলের কাছে লড়াই প্রত্যাশা করে। দল হারলেও যেন প্রতিদ্বন্দ্বিতা করে হারে এটাই তারা চায়।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া