adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বারের নির্বাচনে বিএনপি – জামায়াত সমর্থিত নীল দল জয়ী

news_img (3)নিজস্ব প্রতিবেদক : ঢাকা বারের (ঢাকা জজকোর্ট) নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ভরাডুবি হয়েছে।
বিএনপি জামায়াত সমর্থিত নীল প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক পদে ওমর ফারুকী জয়লাভ করেছেন। এছাড়াও সম্পাদকীয় পদে ১০টি এবং সদস্যপদে ১৫টির মধ্যে ১৩টিতেই জয়লাভ করেছে নীল প্যানেল। সাদা প্যানেল থেকে সদস্য পদে মাত্র দু’জন জয়লাভ করেছে। এরা হলেন, ফাতেমাতুজ্জোহরা মুন্নী ও তপ গোপাল ঘোষ।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা বার নতুন ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলায় ভোট গণনা শুরু হয়। রাত ১১টায় ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে ১৫ হাজার ৩৭২ ভোটারের মধ্যে ৯ হাজার ৯২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এবারের নির্বাচনে (২০১৫-২০১৬ বর্ষ) ২৫টি পদে ৬১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১০টি সম্পাদকীয় পদের বিপরীতে ২৬ জন এবং ১৫টি সদস্য পদের বিপরীতে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩টি প্যানেল থেকে প্রার্থীরা নির্বাচন করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হয় সাদা ও নীল প্যানেলের মধ্যে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া