adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Kurigram_banglanews24_161918472ডেস্ক রিপোর্ট : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিশা কোটাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শ্যামল চন্দ্র (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্র“য়ারি) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্যামল চন্দ্র উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের জগদীশ চন্দ্রের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভোরে ফুলবাড়ীর বালারহাট ইউনিয়নের খালিশা কোটাল সীমান্তের ৯৩৪নং পিলারের পাশ দিয়ে গরু পাচার হচ্ছিল। এ সময় বিএসএফের বসকোটাল ক্যাম্পের সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই শ্যামলের মৃত্যু হয়।
পরে তার মৃতদেহ বাংলাদেশি ভূখণ্ডের জিরো লাইন থেকে উদ্ধারের পর সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মতিন ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় বিএসএফর কাছে প্রতিবাদ জানানো হয়েছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ জানান, নিহত শ্যামলের ডান পাঁজরে গুলিবিদ্ধ হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া