adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সিরিয়া থেকে ৯০ খ্রিস্টানকে অপহরণ করেছে আইএসআইএল

0668afadb58f9ddaea7e994607715874_XLআন্তর্জাতিক ডেস্ক : উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি এলাকা থেকে অন্তত ৯০ জন খ্রিস্টানকে অপহরণ করেছে।
সিরিয়ার কথিত মানবাধিকার বিষয়ক সংস্থা ‘সিরিয়ান অবজারবেটরি ফর হিউম্যান রাইটস’ আজ (মঙ্গলবার) জানিয়েছে,হাসাকা প্রদেশের তেল তামের শহরে অবস্থিত অ্যাসিরিয়ান খ্রিস্টান গ্রামগুলো থেকে সন্ত্রাসীরা তাদের অপহরণ করেছে। আইএসআইএল আজ সকালে এসব গ্রামে হানা দেয় বলে সংস্থাটি জানিয়েছে।   
খ্রিস্টান সংখ্যালঘু সম্প্রদায় তেল তামের শহরে বহুকাল ধরে বসবাস করছেন। শহরটি কুর্দি হাসাকা শহরের পশ্চিম অংশে অবস্থিত। হাসাকা প্রদেশটিতে ২৮টি অ্যাসেরিয়ান গ্রাম রয়েছে।
কয়েকটি পশ্চিমা দেশ থেকে আইএসআইএলে যোগ দেয়া সন্ত্রাসীরা ইরাক ও সিরিয়ার বেশ কিছু ভূখণ্ড দখল করেছে। উগ্র গোষ্ঠীটি বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নির্বিচারে হত্যা করার পাশাপাশি পাশবিক ও বর্বরোচিত কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। হাসাকার কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যখন আইএসআইএল ও কুর্দি যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে তখন নতুন করে এই অপহরণের ঘটনা ঘটল।
কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, কুর্দি যোদ্ধাদের সঙ্গে সহযোগিতা করার অপরাধে  সন্ত্রাসীরা প্রদেশটির তেল তামের শহরের কাছে অবস্থিত গিবশ গ্রামের দুই ব্যক্তিকে হত্যা করেছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া