adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোন পাসপোর্টের কতটা গুরুত্ব

full_815427259_1424705339নিউজ ডেস্ক: পাসপোর্টের উপর নির্ভর করছে অনেক কিছুই। দেশভেদে বদলে যাচ্ছে পাসপোর্টের গুরুত্ব। বিশ্বমঞ্চে কোন দেশের কতটা গুরুত্ব, তা বোঝা যায় সেই দেশের পাসপোর্ট দেখেই। 
কোন দেশের পাসপোর্টে ভিসা ছাড়া কতগুলো দেশে ঢোকা যায়, তার উপর নির্ভর করছে আপনার পাসপোর্টের, মানে আপনার নাগরিকত্বের জোর কতটা।
বিশ্বের চালচিত্রে এরকমই সেরা ও খারাপ অবস্থানে থাকা কয়েকটি দেশের পাসপোর্ট পরিচয় দেয়া হলো:

* বিনা ভিসায় দেশ ভ্রমণের হিসেবে সেরা পাসপোর্ট ফিনল্যান্ডের। পকেটে ফিনল্যান্ডের পাসোপোর্ট থাকলে বিনা ভিসায় মোট ১৭৪টি দেশে যাওয়া যায়।

* এই তালিকায় সবচেয়ে নীচে আছে সন্ত্রাসদীর্ণ আফগানিস্তান। আফগানিস্তান পাসপোর্টে ভিসা
ছাড়াও মোটে ২৮টি দেশে যাওয়ার অনুমতি রয়েছে।

* ভারতের স্থান কিন্তু এই তালিকায় খুব একটা ওপর দিকে মোটেই নয়। অশোক চক্রের ছাপ
মারা পাসপোর্ট নিয়ে আপনি ভিসা ছাড়া যেতে পারবেন ৫২টি দেশে।

* কানাডার পাসপোর্টে ভিসা ছাড়া যাওয়া যাবে ১৭৩টি দেশে।

* বিশ্বের ১৭১টি দেশ অস্ট্রেলীয় নাগরিককে ভিসা ছাড়াই তাদের দেশে ঢুকতে দেবে।

* নিউজিল্যান্ডের পাসপোর্টে ভিসা ছাড়া যাওয়া যাবে ১৭০টি দেশে।

* নেপালের পাসপোর্টের ভূমিকাও এ ক্ষেত্রে মোটেই ভালো নয়। ভিসা ছাড়া যাওয়া যাবে ৩৭টি
দেশে।

* প্যালেস্তিনীয় নাগরিককে ভিসা ছাড়া ঢুকতে দেবে ৩৫টি দেশ।

* মোট ৩২টি দেশে পাকিস্তানী নাগরিক ভিসা ছাড়াই যেতে পারবে।

* ইরাকী পাসপোর্টে ভিসা ছাড়া ঢোকা যাবে ৩১টি দেশে।

* ভিসা ছাড়া শুধুমাত্র পাসপোর্ট দিয়ে বাংলাদেশিরা যেতে পারবে মোট ২৫ দেশে।

 
 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া