adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নতুন মাইলফলকে ক্রিশ্চিয়ানো রোনালদো

Ronaldo-1424665538স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো। পতুর্গীজ এই তারকা ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যোগ দেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। রিয়ালে যোগ দেওয়ার পর তিনি যেমন ক্লাবটিতে শিরোপা এনে দিয়েছেন তেমনি নিজেও অর্জন করেছেন বেশ কিছু সফলতা। রিয়ালে যোগ দেওয়ার পর দারুণ পারফরম্যান্স করে টানা দুইবার ব্যালন ডি’অর জিতেছেন (সর্বমোট তিন বার)। গোল করে তিনি একের পর এক রেকর্ড ভাঙছেন।
রোববার রাতে এলচের বিপক্ষে ম্যাচের ৬৯ মিনিটে হেড থেকে গোল করেন রোনালদো। এই গোলটি যেমন তার গোল খরা কাটিয়েছে। তেমনি তাকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। গোলটি যেনতেন গোল ছিল না। এটি ছিল রিয়ালের হয়ে রোনালদোর ২৯০তম গোল। যা তাকে রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে আসীন করেছে।
 ৩২৩ গোল নিয়ে এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন কিংবদন্তি রাউল গঞ্জালেস। ৩০৫ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো। ২৯০ গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন রোনালদো। আর ২৮৯ গোল নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছেন কার্লোস সান্তিলানা। ২৪২ গোল নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন ফ্রেঞ্চ পুসকাস।

রিয়ালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকা:
নাম                              সময়কাল            ম্যাচ        গোল
রাউল গঞ্জালেস               ১৯৯৪-২০১০        ৭৪১        ৩২৩
আলফ্রেডো ডি স্টেফানো     ১৯৫৩-১৯৬৪        ৩৯২        ৩০৫
ক্রিশ্চিয়ানো রোনালদো       ২০০৯-বর্তমান        ২৮১        ২৯০
কার্লোস সান্তিলানা           ১৯৭১-১৯৮৮          ৬৪৫       ২৮৯
ফ্রেঞ্চ পুসকাস                ১৯৫৮-১৯৬৬          ২৬২        ২৪২
তথ্যসূত্র : বিবিসি স্পোর্টস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া