adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেলবোর্নে একুশ উদযাপন

melbourne ekushনিজস্ব সংবাদদাতা, মেলবোর্নঃ  বঙ্গবন্ধু পরিষদ, মেলবোর্ন  সম্পূর্ণ স্বতন্ত্রভাবে উদযাপন করে অষ্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মত এবারের অমর একুশে ফেব্রুয়ারী। একুশের প্রথম প্রহরে রাত ১২-০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত বিশালাকায় অস্থায়ী শহীদ মিনারে পরিষদের সদস্যবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। সম্পূর্ণরূপে ভাবগম্ভীর পরিবেশে বাঙালী প্রবাসী জনতা আয়োজিত ভেন্যুতে সমবেত হন ২০শে ফেব্রুয়ারী রাত ১০টার পর। নতুন প্রজন্মের গভীর রাতে সমাগম উল্লেখযোগ্য। একুশের প্রথম প্রহরের প্রাক্কালে সমাগত বাঙালী খালি পায়ে একে একে লাইন ধরে দাঁড়ান এবং শহীদ মিনারের দিকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ সমবেত স্বরে গাইতে গাইতে অগ্রসর হতে থাকেন। রাত ১২টা০১মিনিটে শহীদ  মিনারে পুস্পস্তবক অর্পণ করেন অন্যান্য সবার সাথে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি গোলাম সারোয়ার এবং সাধারণ সম্পাদক ওবায়েদ মনি-র নেতৃত্বে সকল সদস্যবৃন্দ। এরপর বাংলাদেশ আওয়ামী লীগ মেলবোর্ণ  শাখার নেতৃবৃন্দ সভাপতি পারভীন আপার নেতৃত্বে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। প্রভাত ফেরী চলে ঘন্টাধিককাল। অবশেষে কেন্দ্রীয় উপদেষ্টা প্রদ্দুৎ দে তুহিন-দার কাছে অস্থায়ী শহীদ মিনার হস্তান্তর করা হয়। পরিশেষে একুশের ভাষাশহীদের স্মরণে দোয়া করা হয়। সকল আতিথিবৃন্দ একটি স্থায়ী শহীদ মিনারের স্থাপনার গুরুত্ব উপলব্ধি করেন এবং আশা প্রকাশ করেন যে আগামী বছর যেন একটি স্থায়ী মিনারে শ্রদ্ধা নিবেদন করা যায়। বঙ্গবন্ধু পরিষদ মেলবোর্ণ  এবং বাংলাদেশ আওয়ামী লীগ মেলবোর্ণ  শাখার উভয় নেতৃবৃন্দ সকলকে আস্বস্ত করেন আগামীতে তারা সকলের এ চাওয়া পুরণে দৃঢ় প্রতিজ্ঞ।

অবশেষে নতুন প্রজন্মের কাছে একুশের গুরুত্ব বোঝানোর বঙ্গবন্ধু পরিষদ মেলবোর্নের এ মহতী উদ্যোগের সকলে ভূয়সী প্রসংসা করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া