adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিবর্তন হলো ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি

bcs-1424528895নিজস্ব প্রতিবেদক : ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তবে তারিখ অপরিবর্তিত রয়েছে।
৬ মার্চ সকাল সাড়ে ৯টার পরিবর্তে একই দিন বেলা ৩টায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে এ পরীক্ষা শুরু হবে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
 পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন জানি য়েছেন, পিএসসির ওয়েবসাইটে পরীক্ষার হল ও আসনসংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।
এর অগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরে পিছিয়ে ৬ ফেব্র“য়ারি করা হয়। তবে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার কারণে আবারও তা পিছিয়ে ৬ মার্চ করা হয়। কিন্তু হরতালের কারণে ওই দিন এসএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ করায় সময়সূচি বদল করা হলো।
 
পিএসসি ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে । এর ১৯ মাস পর গত বছরের ২৩ সেপ্টেম্বর ১ হাজার ৮০৩টি শূন্য পদে কর্মকর্তা নিয়োগের জন্য ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের সময় সীমা ছিল ৩০ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত । দুই লাখ ৪৪ হাজার ১০৭ প্রার্থী আবেদন করেছেন। প্রার্থীর সংখ্যা এ যাবতকালে সর্বোচ্চ। অতীতে কোনো বিসিএসে এত সংখ্যক প্রার্থী আবেদন করেননি। এর আগে ৩৪তম বিসিএসে আবেদন করেছিলেন দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন। ৩৩তম বিসিএসে আবেদন করেছিলেন এক লাখ ৯৩ হাজার ৫৯ জন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া