adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানকে হারাল শ্রীলঙ্কা

mahelaস্পোর্টস ডেস্ক : আরেকটু হলে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই অঘটন ঘটিয়ে ফেলেছিল আফগানরা। থিসারা পেরেরা আর জিবন মেন্ডিসের ব্যাটে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ৪ উইকেটের এই জয়ে বিশ্বকাপের চতুর্থ শতক পাওয়া মাহেলা জয়াবর্ধনেকেও আর হতাশ হতে হয়নি।
আফগানিস্তানের প্রথম আট ব্যাটসম্যানের সবাই দুই অঙ্কে পৌঁছালেও আসগর স্তানিকজাই ছাড়া কেউ ৪০ পার হতে পারেননি। উইকেটে থিতু হয়ে ব্যাটসম্যানদের বিদায়ে বড় সংগ্রহ গড়তে পারেনি সহযোগী দেশটি।
অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে জয়াবর্ধনের শতরানের জুটিতে জয়ের পথেই ছিল শ্রীলঙ্কা। পরপর দুই ওভারে এই দুই ব্যাটসম্যান বিদায় নিলে ভীষণ বিপদে পড়ে সাবেক চ্যাম্পিয়নরা। সেখান থেকে দলকে দারুণ জয় এনে দেন পেরেরা আর মেন্ডিস।
রোববার ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ‘এ’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুই বল বাকি থাকতে ২৩২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। জবাবে ৪৮ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। শুরুটা খুবই বাজে হয় শ্রীলঙ্কার। মুখোমুখি হওয়া প্রথম বলে ফিরে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে ও তিলকারতেœ দিলশান। ওয়ানডেতে এ নিয়ে মাত্র দুবার এই ঘটনা ঘটলো।
রান আউটের হাত থেকে একবার বেঁচে গেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি কুমার সাঙ্গাকারা। হামিদ হাসানের বলে বোল্ড হয়ে যান তিনি। এরপর দিমুথ করুনারতেœকেও ফেরান হাসান। ১২ ওভার শেষে ৫১ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে ভীষণ বিপদে পড়া শ্রীলঙ্কার ত্রাতা ম্যাচ সেরা জয়াবর্ধনে ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। পঞ্চম উইকেটে ১২৬ রানের জুটি গড়েন এই দুই জনে।
আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবির সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে ম্যাথিউসের বিদায়ে ভাঙে ২৮.৩ ওভার স্থায়ী জুটি। শতক পৌঁছেই জয়াবর্ধনের বিদায়ে আবার চাপে পড়ে শ্রীলঙ্কা। স্লিপ দিয়ে বল পাঠাতে চেয়েছিলেন জয়াবর্ধনে। কিন্তু বল তার ব্যাট ছুঁয়ে সরাসরি থার্ড ম্যানে নওরোজ মঙ্গলের হাতে জমা পড়ে। ১২০ বলে জয়াবর্ধনের ১০০ রানের চমৎকার ইনিংসটি ৮টি চার ও ১টি ছক্কা সাজানো। এটি তার ক্যারিয়ারের ১৯তম এবং বিশ্বকাপের চতুর্থ শতক।
১৭৮ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে জয়াবর্ধনের বিদায়ের পর মেন্ডিসের সঙ্গে জুটি বাধেন থিসারা। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে এই দুই জনের ৪২ বল স্থায়ী ৫৮ রানের জুটিতে শেষ পর্যন্ত দারুণ জয় তুলে নেয় সাবেক চ্যাম্পিয়নরা।  ২৬ বলে ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৭ রানে অপরাজিত থাকেন থিসারা।

আফগানিস্তানের হাসান ৩ উইকেট নেন ৪৫ রানে। এর আগে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের কাছে প্রথম ম্যাচ হারা আফগানিস্তানের। দশম ওভারে ৪০ রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় তারা।
তৃতীয় উইকেটে সামিউল্লাহ সেনওয়ারির সঙ্গে আসগরের ৮৮ রানের জুটিতে প্রতিরোধ গড়ে আফগানিস্তান। অর্ধশতকে পৌছানোর পর আসগর রঙ্গনা হেরাথের শিকারে পরিণত হলে ভাঙে ১৭.৩ ওভার স্থায়ী জুটি। ৫৪ রান করা আসগরের ৫৭ বলের ইনিংসটি গড়া ৫টি চার ও ১টি ছক্কায়। এরপর দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। এই সময়ে ফিরে যান সামিউল্লাহ, নবি ও নাজিবুল্লাহ জাদরান।
প্রথম ৩৫ ওভারে ওভার প্রতি ৪.৮২ করে রান সংগ্রহ করা দলটি দিক হারায় এরপরই। ব্যাটিং পাওয়ার প্লেতে (৩৬ থেকে ৪০ ওভার) দুই উইকেট হারিয়ে মাত্র ১০ রান যোগ করে সহযোগী দেশটি। এর মধ্যে ৫ রানই আসে অতিরিক্ত থেকে। সপ্তম উইকেটে আফসার জাজাইয়ের সঙ্গে মিরওয়াইস আশরাফের ৪৬ রানের জুটিতে সোয়া দুইশ’ রানের সংগ্রহ গড়ে আফগানিস্তান। সম্ভাবনা জাগালেও শেষ দিকে দ্রুত উইকেট হারানোয় আড়াইশ’ রানের কাছাকাছি যেতে পারেনি তারা।
শ্রীলঙ্কার ম্যাথিউস ও লাসিথ মালিঙ্গা তিনটি করে উইকেট নেন।
চলতি আসরে এটি শ্রীলঙ্কার প্রথম জয়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে হারে তারা। বাংলাদেশের বিপক্ষে ১০৫ রানের হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা আফগানিস্তানের পরের ম্যাচটিও হারল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া