adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মোদির বার্তা নিয়ে জয়শঙ্কর ঢাকায় আসছেন

64695_joysokorনিজস্ব প্রতিবেদক : মার্চের প্রথম সপ্তাহেই ঢাকায় আসছেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর। তার এই সফরের মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আনুষ্ঠানিকতার দ্বার খুলবে। এছাড়া দুদেশের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে দায়িত্ব দিয়েই বলেছেন, প্রথমত জয়শঙ্করের কাজ হবে সার্ক দেশেগুলো সফল করা এবং তাদের সঙ্গে দ্বি-পক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া।
ভারতের আনন্দ বাজার পত্রিকার এক প্রতিবেদনেও এরকমই আভাস পাওয়া গেছে। ঢাকা¯’ ভারতীয় হাই কমিশনের একটি সুত্র জানিয়েছে, দায়িত্ব পাওয়ার পর পরই জয়শঙ্করের প্রথম সফরটি বাংলাদেশে করার কথা ছিলো। কিš‘ এরইমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সফরের সিডিউল থাকায় একটু পিছিয়েছে। তাই সুব্রামানিয়াম প্রথমে পাকিস্তান সফর করছেন। এরপরই বাংলাদেশে আসবেন।
জানা গেছে, জয়শঙ্করের সফরের মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত বাংলাদেশ সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। কংগ্রেস আমলের নিয়োগ পাওয়া পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে গত ২৮ জানুয়ারি নাটকীয়ভাবে বিদায় দিয়ে ওই পদে জয়শঙ্করকে বসায় বিজেপি সরকার। তাকে দিয়েই সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঢাকা সফর নিয়ে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু তিস্তাই নয়, বাংলাদেশের মানুষের মন জয় করতে স্থলসীমান্ত চুক্তিটি নিয়েও সরব হয়েছেন মমতা। বলেছেন, “ইতিমধ্যেই আমি স্থলসীমান্ত চুক্তিটি নিয়ে বিতর্ক মিটিয়ে দিয়েছি। রাজ্যসভায় সরকার শিগগিরই বিলটি পাস করিয়ে নেবে। ছিটমহলবাসীদের পুনর্বাসন প্যাকেজটি এখন দেখা হচ্ছে। এটা একটা বড় কাজ হয়ে গেল। আরও যেসব গুরুত্বপূর্ণ প্রস্তাব এবং ঘোষণা তিনি করেছেন, তার মধ্যে রয়েছে দুই বাংলার চলচ্চিত্র বিনিময়ের জন্য একটি যৌথ কমিটি গঠন, পশ্চিমবঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র উতসব শুরু, বাংলাদেশ থেকে কলকাতা যাওয়া মানুষের থাকার জন্য রাজারহাটের কাছে ‘বঙ্গবন্ধু ভবন’ গড়া ইত্যাদি। মমতা ঢাকায় আসার আগে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।’
ভারতের মিডিয়াগুলো বলছে, মার্চের প্রথম সপ্তাহেই ঢাকায় আসছেন জয়শঙ্কর। সেই সফরে মমতার সফরের ইস্যুগুলো বিশেষ করে তিস্তা ও স্থলসীমানা চুক্তির বিষয়সহ দুদেশের আমদানি-রপ্তানির অগ্রগতি হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া