adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক পররাষ্ট্র মন্ত্রী দীপু মনিকে পছন্দ করেন না মমতা

image_101951_0ডেস্ক রিপোর্ট : ঢাকায় আরও আগে পা রাখার কথা ছিল মমতা ব্যানার্জির। প্রস্তুতিও ছিল। তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিং এসেছিলেন। আসেননি পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী। তিনি যদি সেবার গো ধরে না বসতেন তবে হয়তো ছিটমহল, তিস্তাজট অনেক আগেই খুলতো।
তখন মমতার এমন কাণ্ডে হতবাক হয়েছিল ঢাকা। ততকালীন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি পরে কলকাতা সফরে গিয়ে মমতার সঙ্গে বৈঠক করেন। মনমোহন এলেও তার না আসায় যে সব প্রস্তুতি ভেস্তে গেছে, সেই বার্তাই তুলে ধরেছিলেন তিনি। প্রতিবেশী বন্ধুর কাছ থেকে বাংলাদেশ এমন আচরণ যে আশা করেনি সেই কথাও বলতে ভুলেননি দীপু মনি। মুখের ওপর সোটাসাপ্টা সত্য কথার তেঁজ এখনও ভোলেননি মমতা।
ঢাকা এসে উষ্ণ অভ্যর্থনায় মন মজেছে তার। কিন্তু দীপু মনির কথা ভোলেননি। ঠিকই কাছের এক বাঙালি বন্ধুকে বললেন, ‘ঢাকার মানুষ অনেক নরম বলেই জানতাম। কিন্তু দীপু মনির কথা আজও আমার কানে ভাসে। বাব্বা কী তার কথার ঝাঁঝ। সৌজন্যবোধটুকুও বুঝি সিঁকেয় তুলেছিলেন মনি।’
ঢাকায় তিনদিন থাকবেন মমতা। রাষ্ট্রীয় অনেক অনুষ্ঠানেও যোগ দেবেন। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গেও হয়তো দেখা হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির সঙ্গে যে তার চোখাচোখি হবে না, এমনটা তো নিশ্চিত করে বলা কঠিন। তখন কি চোখ মটকে দীপু মনির দিকে তাকাবেন মমতা? নাকি স্বভাবসুলভ ভঙিমায় জানতে চাইবেন, ‘দিদি, ভাল আছেন তো?’ 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া