adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্ত গণমাধ্যম কোন শত্রু নয়

mahfuz-anam-46-1মাহফুজ আনাম : বাংলাদেশের সমৃদ্ধি ও গণতন্ত্রের হুমকি মুক্ত ও স্বাধীন গণমাধ্যম থেকে আসে না। এটা আসে সন্ত্রাস থেকে। আপনি কেবল সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন জনগণকে সাথে নিয়ে। এটা আপনি শুধুমাত্র করতেন পারেন যদি মুক্ত গণমাধ্যমেকে তার ভূমিকা রাখার অনুমতি দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার যখন সংসদে দাঁড়িয়ে দি ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা হবে এমন ঘোষণা দেন এবং অনেক সংসদ সদস্য টেবিল চাপড়িয়ে একে সমর্থন করেন তখন সত্যিই আমরা এতে বিস্মিত হয়েছি এমনকি মর্মাহত হয়েছি। কিন্তু দি ডেইলি ষ্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কেন ? কারণ গত ১১ই ফেব্র“য়ারি আমরা নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের একটি পোস্টার পুনরায় প্রকাশ করেছি। ‘ফ্যানাটিক রেইজ দেয়ার আগলি হেডস অ্যাগেইন’ শিরোনামসহ ছবিটি প্রকাশ করি।
ছবির ক্যাপশনে বলা হয়, সহিংসতায় রূপ নেয়া দেশের বর্তমান রাজনৈতিক সংকটের সুযোগে নিষিদ্ধ চরমপন্থী ইসলামী সংগঠন হিজবুত তাহরীর রাজধানীতে বিভিন্ন পোষ্টার প্রকাশ করে সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। হিজবুত তাহরিরের ঐ পোষ্টারটি বাংলা মটরের একটি রাস্তার পাশের দেয়ালে লাগানো ছিল। এই পোষ্টারটি পুনরায় ছাপানোর পেছনে আমাদের কোন উদ্দেশ্য ছিল এমন কোন সন্দেহ থাকতে পারে ? বরং বর্তমান সহিংস পরিস্থিতির সুযোগে দেশের নিষিদ্ধ এই সংগঠনটি ভয়ঙ্কর প্রচারণার মাধ্যমে কিভাবে মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে তা সরকারকে অবহিত করার পাশাপাশি এ সম্পর্কে জনগণকে সতর্ক করাই ছিল আমাদের উদ্দেশ্য। নিন্দাজ্ঞাপন করে তৈরি শিরোনাম ও ক্যাপশনসহ প্রকাশ করা ঐ ছবিতে তা সুস্পষ্টভাবে বুঝানো হয়েছে। যদিও প্রধানমন্ত্রী বিষয়টি ভিন্নভাবে নিয়ে বলেছেন, গত ১১ তারিখে ডেইলি স্টার পত্রিকার ৩ নম্বর পাতায় বাংলামটরে দেয়ালে সাঁটানো নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের একটি পোস্টার বড় করে ছাপানো হয়েছে! নিষিদ্ধ সংগঠনের পোস্টার বা লিফলেট ছাপানো মানে ওই সংগঠনের প্রচারে সহযোগিতা ও উস্কানী দেয়া। তাই নিষিদ্ধ হিজবুত তাহরিরের পোস্টার ছাপিয়ে যারা মদত দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
বাংলামটরের একটি কোনায় দেয়ালে সাঁটানো একটি নিষিদ্ধ সংগঠনের পোষ্টার যা হয়তো কেউই পড়েনি, তা ছাপানোর জন্য ডেইলি ষ্টার এতো বড় জায়গা ব্যবহার করবে এটা ভাবলে তা খুবই দুঃখজনক ব্যাপার হবে। কারণ যারা হিজবুত তাহরীরকে পৃষ্টপোশকতা দিচ্ছে এই পোষ্টার প্রকাশ করার মাধ্যমে আমরা বরং তাদের বিরুদ্ধেই সঠিক ব্যবস্থা নিয়েছি। তাই আমরা এটা দ্ব্যার্থহীন ভাষায় বলতে চাই, প্রধানমন্ত্রীর এই বক্তব্য একটা দুর্বল পরামর্শ থেকে এসেছে এবং তিনি যা বলেছেন তা যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশে কোন ম্ক্তু বা স্বাধীন গণমাধ্যম টিকে থাকতে পারবে না। তবে আমরা আশাকরি বাংলাদেশে এমনটি ঘটবে না । কারণ নিরপেক্ষ মিডিয়া কখনো কারো শত্র“ হতে পারে না। তাছাড়া গণমাধ্যমকে যদি মুক্তভাবে তার যথাযথ দায়িত্ব পালনের অনুমতি দেয়া হয় তাহলে তা টেকসই গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে । দি ডেইলি ষ্টার

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া