adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তিস্তায় আস্থা রাখুন – আমি হাসিনাজির সঙ্গে কথা বলবো : মমতা

MOMOTA-1424418784নিজস্ব প্রতিবেদক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিস্তা নিয়ে চিন্তার কিছু নেই। আমার ওপর আস্থা রাখুন। আপনাদের কিছু সমস্যা আছে, আমাদেরও কিছু সমস্যা আছে। এ বিষয়ে আমি হাসিনাজির সাথে আলোচনা করব।
শুক্রবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে দুই বাংলার সাংস্কৃতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই), ফেডারেশন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্স, কলকাতা (আইসিসি)  এ সভার আয়োজন করে। 
এক প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘আমি অতি ক্ষুদ্র লোক, মাটির মানুষ। সীমান্ত চুক্তির প্রবলেম সলভ করে দিয়েছি। তিস্তায়ও আস্থা রাখুন। তিনি বলেন, ‘দুই দেশেই বহমান পদ্মা, মেঘনা, যমুনা নদীর মধ্যে ভাগাভাগির কিছু নেই। কেউ ভাগাভাগি করতে চাইলেও পারবে না।’
 মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কালকে বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসের দিকে আমরা সবাই তাকিয়ে থাকি। বাংলাদেশের যে ভাষা আন্দোলন, এই দেশের মানুষ এ দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়ে আলোকিত। সেই আলোই আমরা আলোকিত, সুরভিত, বিকশিত। তিনি বলেন, ‘এপার বাংলা-ওপার বাংলায় ভৌগোলিকভাবে যতই সীমানা প্রাচীর থাকুক, মনের দিক থেকে কোনো বাধা নেই। আমাদের একই সভ্যতা, একই সংস্কৃতি, একই লালন, রবীন্দ্রনাথ, জীবনান্দ দাশ সেই একই নজরুল।’ 
মতবিনিময় সভা শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করবেন মমতা। সন্ধ্যায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে রাতে ভারতীয় হাই কমিশনার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
এ ছাড়া রাত ১২টায় একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন মমতা। এর আগে বৃহস্পতিবার রাতে তিন দিনের সফরে ঢাকায় আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া