adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মমতা এখন ঢাকায়

mamata-1424359127নিজস্ব প্রতিবেদক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে ২১ সদস্যের প্রতিনিধি দল নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এ সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হিসেবে রয়েছেন পশ্চিমবঙ্গের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু, দীপক আধিকারী, অভিনেত্রী মুনমুন সেন, মুখ্য সচিব সঞ্জয় মিত্র প্রমুখ।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে এ সফরে এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি উদযাপন দেখার আগ্রহের কথা জানার পরই মমতাকে আমন্ত্রণ জানান আবুল হাসান মাহমুদ আলী।একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন মমতা ব্যনার্জি।
তিন দিন ঢাকায় অবস্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বৈঠকে তিস্তা নদীর পানিবণ্টনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলাপ হবে বলে উভয় দেশের কূটনীতিকরা।রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এফবিসিসিআই ও কলকাতার ভারতীয় চেম্বার অব কমার্সের সহযোগিতায় ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের আয়োজনে ব্যবসায়ীদের উদ্দেশে বক্তৃতা করবেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া