adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকাসহ বিভিন্ন জেলায় ঝড় ও শিলাবৃষ্টি

news_img (1)নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরগুলোতে হালকা বা মাঝারী ধরনের ঝড়সহ শিলা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে থমকে যায় সাধারন জনজীবন।
বুধবার রাত থেকে ঢাকায় ও বিভিন্ন জেলায় হালকা শিলা বৃষ্টিসহ ঝড় বাতাস বয়ে যায়। এই হালকা ঝড়ো বৃষ্টিতে রাজধানীসহ জেলা শহরগুলোতে কোথাও কোথাও বিদ্যুত সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানাগেছে। জানাযায়, রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি,মিরপুর, পুরান ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মগবাজার, বসুন্ধরা,মতিঝিল,বনানী,গুলশান এলাকাসহ বিভিন্ন স্থানেগুলোতে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। 
এছাড়া খুলনা,যশোর,ঝিনাইদহ,কুষ্টিয়া,ফরিদপুর,পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। এতে সাধারন খেটে খাওয়া মানুষের জন জীবনে বিপর্যস্থ হয়ে পড়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঢাকায় বয়ে যাওয়া বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৫০ কিলোমিটার। বৃষ্টি হয়েছে ৩ মিলিমিটারের মতো। সাধারণত ফেব্র“য়ারির শেষ দিকে এই ঝড় হয়। এবার আট দশ দিন আগেই হলো। ৭ ফাল্গুন বুধবার ঢাকায় রাত সাড়ে ১১টার দিকে দমকা বাতাস শুরু হয়। কিছুক্ষণ পরই এর সঙ্গে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
মেঘের গর্জন ও বিদ্যুত চমকানিতে প্রকৃতি যেন নিজের শক্তি মেলে ধরছিল। রাজধানীর বেশিরভাগ এলাকার বিদ্যুত চলে যায়। রাত পৌঁনে ১টার দিকে অবশ্য বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়ে যায়। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানাগেছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া