adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সন্ত্রাসী দাউদ ইব্রাহিম করাচিতে

news_img (1)আন্তর্জাতিক ডেস্ক : ১৯৯৩ সালে ভারতের মুম্বাই শহরে হামলার মূল পরিকল্পনাকারী ও শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিম পাকিস্তানের করাচি শহরে বসবাস করছেন। এক অডিও বার্তায় এই খবর জানা গেছে। জি নিউজ অনলাইন এ খবর নিশ্চিত করেছে।
অডিও বার্তায় শুনা গেছে অন্ধকার জগতের সন্ত্রাসী দাউদ ইব্রাহিম অর্থপাচারের বিষয়ে দুবাইয়ের ইকবাল নামে এক ব্যক্তির সাথে আলোচনা করছেন।
ইয়াসির নামে এক ব্যক্তিকে ৩ লক্ষ দিরহাম অর্থ প্রদানের জন্য ইব্রাহিমের সাথে আলোচনা করেন ইকবাল। ইকবাল বলেন, ইয়াসির এখানেই (করাচিতে) আছেন। আমি তাকে আপনার কাছ থেকে টাকা নিতে বলবো। ওই কথপোকথন প্রমাণ করে মাফিয়া ডন দাউদ ইব্রাহিম করাচিতেই বসবাস করছেন।
অডিও বার্তায় অমৃত সিং নামে আরও একজনের নাম উঠে এসেছে। দাউদ অমৃত সিংয়ের একাউন্টে টাকা রাখার কথা বলেন। তবে অমৃত সিংয়ের পরিচয় জানা যায়নি। ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইএপিএল’র স্পট ফিক্সিংয়ের পর দিল্লির পুলিশ দাউদ ইব্রাহিম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে। ওই রির্পোটেও দাউদ পাকিস্তানে আছেন বলে উল্লেখ করা হয়।
দিল্লির পুলিশ ওই সময় দাউদ ইব্রাহিমের দুটি ঠিকানা দেয়। একটি করাচিতে অপরটি ইসলামাবাদে। ইসলামাবাদের ঠিকানা হলো- বাড়ি নং-২৯, রাস্তা নং-২২, পি-৬/২, মারগাল্লা রাস্তা। করাচিতে দাউদের ঠিকানা হলো- আব্দুল্লাহশাহ গাজি দরগা ইন ক্লিপটন এবং ৬/এ খায়াবান তানজিম ফেইজ ভি ডিফেন্স হাউজিং এরিয়া।
তবে অন্য একটি রির্পোটে দাউদ আফগান-পাকিস্তান সীমান্তে আছেন বলে বলা হয়। কিন্তু অডিও বার্তা প্রমাণ করে দাউদ করাচিতেই আছেন। প্রসঙ্গত, দাউদ ইব্রাহিম মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় একজন দাগি সন্ত্রাসী।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া