adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মমতা কাল আসছেন সেলিব্রেটি বহর নিয়ে

momta-400x225ডেস্ক রিপোর্ট : আগামীকাল ১৯ ফেব্র“য়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের এই সফরে তিনি নিয়ে আসছেন বিশাল লটবহর। সঙ্গে নামিদামি সব তারকা।
মমতার এ সফরে ভারতের সঙ্গে বিদ্যমান অনেক অমীমাংসিত বিষয় সমাধানের মুখ দেখবে বলে আশা করছে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর। যদিও সফরটি ২১ ফেব্র“য়ারি কেন্দ্রিক।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে অমীমাংসিত বেশ কয়েকটি ইস্যু, বিশেষ করে তিস্তা চুক্তির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে সহযোগিতা দরকার মমতার এ সফরের মধ্যে দিয়ে সেটি পাওয়া যাবে বলে প্রত্যাশা করি আমরা।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মমতার এ সফর হলেও বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাতও হবে বলে জানান মন্ত্রী। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে এটিই মমতার প্রথম ঢাকা সফর।
শাহরিয়ার আলম আরো জানান, অফিসিয়ালি ১৮ জনের একটি প্রতিনিধি দল থাকছে মমতার সঙ্গে। তবে অনানুষ্ঠানিকভাবে আরো ২১ জনের নাম জানা যাচ্ছে।
সরকার এই সফরে নানা সমস্যা সমাধানের আশাবাদ ব্যক্ত করলেও বাস্তবে শুধুই সম্পর্ক উন্নয়নের সফর বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এটি মূলত কেন্দ্রীয় সরকারের অ্যাসাইনমেন্ট!
মমতার সফরসঙ্গী হিসেবে যারা থাকছেন: নগর উন্নয়ন মন্ত্রী ফরহাদ হাকিম, পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু, দীপক অধিকারী এমপি, অভিনেত্রী ও নির্মাতা মুনমুন সেন এমপি, মুখ্য সচিব সঞ্জয় মিত্র, ব্যক্তিগত সচিব (এমএসএমই অ্যান্ড টি) রাজিব সিনহা, মুখ্যমন্ত্রীর সচিব গৌতম সান্যাল, নিরাপত্তা পরিচালক শ্রী বীরেন্দ্র, ডব্লিউআইডিসির ব্যস্থাপনা পরিচালক কৃষ্ণ গুপ্ত, মুখ্যমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত সচিব কুসুম কুমার দ্বিবেদী, মুখ্যমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত সচিব স্বরূপ গোস্বামী, অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ, সুবোধ সরকার, কল্যাণী কাজী, শিল্পী নচিকেতা চক্রবর্তী, অরিন্দম শীল
অনানুষ্ঠানিক সফরসঙ্গী –
হারশ নেওতিয়া, শ্রীকান্ত মোহতা, অনিন্দ্য যানা, শিল্পী ইন্দ্রানী সেন, শিবাজী পানজা, বিশ্ব মজুমদার, শিল্পী ও গীতিকার সুমন চট্টোপাধ্যায়, আসাবুল, উদিত প্রসন্ন মুখোপাধ্যায়, অশোক মজুমদার, কিংশুক প্রামাণিক, দ্বিপঙ্কর নন্দী, পুশন গুপ্ত, দুর্বার গাঙ্গুলী, সৌম্য বন্দ্যোপাধ্যায়, পল্লবী ঘোষ, উজ্জ্বল সিনহা, রজত রায় চৌধুরী, জয়দেব যানা, অগ্নী রায় এবং দেবদীপ পুরোহিত। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া