adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিটি নির্বাচনের নির্দেশ প্রধানমন্ত্রীর

city-Elcetion-48-thereport2নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের নির্বাচন দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকারের ৪৮তম মন্ত্রিসভা বৈঠকে সোমবার সকালে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।
বৈঠক শেষে মন্ত্রিসভার একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। বৈঠকে উপস্থিত থাকা মন্ত্রীরা জানান, সিটি করপোরেশন সংক্রান্ত একটি আলোচনার পরিপ্রেক্ষিতে সৈয়দ আশরাফুল ইসলামকে লক্ষ্য করে শেখ হাসিনা বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন আর কতদিন ঝুলাইয়া রাখবা। দ্রুত করে (নির্বাচন) ফেল।’
তবে প্রধানমন্ত্রীর এমন নির্দেশের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রী কোনো মন্তব্য করেননি বলে সূত্র জানায়। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের পক্ষের প্রার্থী নিয়েও আলোচনা হয়।
সূত্র অনুয়ায়ী, উত্তর সিটি করপোরেশনে সাবেক আওয়ামী লীগ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না নির্বাচন করলে সেখানে ব্যবসায়ী নেতা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হককে মনোনয়ন দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।
বৈঠক সূত্র আরও জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ‘যারা দুই নেত্রী দুই নেত্রী করেন তারা দুইজনকে কেন এক পাল্লায় মাপেন?’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সুশীল সমাজের অনেকে সরকারের দায় বলে। আমার দায় কিভাবে আসল। দেশ তো স্বাভাবিকই চলছিল। যারা সমস্যা তৈরি করেছে তাদের বিষয়ে কথা বলছে না। সুশীল সমাজ কমিটি করে এগুলো খতিয়ে দেখুক, যে সহিংসতা হচ্ছে তা কারা করছে। জনগণ কাদের দোষী ভাবে। তারা (সুশীল সমাজ) কিন্তু সেটা করবেন না। শুধু বলবেন সংলাপের কথা।’
বর্তমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা ও গণপরিবহন নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরলে মন্ত্রিসভার সদস্যরা তাকে সমর্থন করেন বলে জানা গেছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া