adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেডারেশন কাপের আসর বসছে আজ

fed-cup-rallyক্রীড়া প্রতিবেদক :  ফেডারেশন কাপের মধ্যে দিয়ে আজ ১৬ ফেব্র“য়ারি, সোমবার মাঠে গড়াচ্ছে ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ ক্লাবের সঙ্গে ফেডারেশন কাপ খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের উত্তর বারিধারা ক্লাব। উদ্বোধনী দিনে অংশ নেবে ঢাকা মোহামেডান বনাম রহমতগঞ্জ এবং শেখ জামাল ধানমন্ডি বনাম ফেনী সকার ক্লাব।
টুর্নামেন্ট শুরুর একদিন আগে অংশগ্রহণকারী দলের অধিনায়ক, কোচ ও ম্যানেজারদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাফুফে। সংবাদ সম্মেলন শেষে সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড় এবং ক্রীড়ামোদীদের অংশগ্রহণে বাফুফে ভবন হতে র‌্যালী অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে প্রফেশনাল ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম, সদস্য হাসানুজ্জামান খান বাবলু, জাকির হোসেন, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যানেজার আনোয়রুল করিম হেলাল, অধিনায়ক নাছির উদ্দিন চৌধুরী, আবাহনী লিমিটেডের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু, অধিনায়ক প্রানতোষ কুমার দাস, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ম্যানেজার ফিরোজ মাহমুদ হোসেন টিটু, অধিনায়ক এনামুল হক, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব, অধিনায়ক অরুপ কুমার বৈদ্য, ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক কেস্টার আকন, শেখ রাসেল ক্রীড়া চক্রের ম্যানেজার শেখ জাহিদুর রহমান মিরন, টিম বিজেএমসির ম্যানেজার আরিফুল হক চৌধুরী লিয়ন, অধিনায়ক অমিত খান শুভ্র, চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার শাকিল মাহমুদ চৌধুরী, সকার ক্লাব ফেনী এর টিম ম্যানেজার তাজোয়ার এম আউয়াল, অধিনায়ক আকবর হোসেন রিদন, রহমতগঞ্জের ম্যানেজার শফিক মাহমুদ, অধিনায়ক জাহিদ হাসান ডালিম এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

সংপ-পধঢ়
আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপ বলেন,‘খেলোয়াড়রা স্বাভাবিক খেলতে পারলে শিরোপা না জেতার কোন কারণ নেই। তবে চ্যাম্পিয়ন হতে ভাগ্যের সহায়তাও দরকার । চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করতে চাই আমরাই এ আসরের সেরা।’
জর্জ কোটান দায়িত্ব নেয়ার পর আবাহনী একাধিক অনুশীলন ম্যাচ খেলেছে। খেলোয়াড়রা শিরোপা জেতার জন্য শারীরিক-মানসিকভাবে প্রস্তুত আছে বলেও মনে করেন দলের ম্যানেজার। আবাহনীর অধিনায়ক প্রানতোষ বলেন,‘ আবাহনীর টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ আবারও আমাকে দলের অধিনায়ক নির্বাচিত করায়। এ মৌসুমে আমরা ২/১টি ট্রফি জিততে চাই।’
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ম্যানেজার ফিরোজ মাহমুদ হোসেন টিটু বলেন, ‘ফেডারেশন কাপের শিরোপা জিতে মৌসুমের শুরুটা করতে চাই। থাকতে চাই চ্যাম্পিয়ন রেসে। দলের খেলোয়াড়দের কাছে প্রত্যাশা তারা যেন লক্ষ্য অর্জনে তাদের সর্বোচ্চটাই দেয়।’ অধিনায়ক এনামুল হক বলেন, ‘দলটি তারুণ্যনির্ভর। এই টুর্নামেন্ট জেতার চ্যালেঞ্জটা নিতে চাই। অতীতে দলের যে ভুলগুলি হয়েছে, সেগুলো শুধরে সাফল্য পেতে চাই আমরা।’
টিম বিজেএমসির অধিনায়ক অমিত খান শুভ্র বলেন,‘শুরু করার আগে প্রথমে অভিনন্দন জানাই বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে বঙ্গবন্ধু গোল্ডকাপে রানার্সআপ হওয়ার জন্য। এবারের ফেডারেশন কাপের শিরোপা জিতে টিম বিজেএমসি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বদ্ধ পরিকর। দলটি সরকারী বিধায় নানা সমস্যা আছে। প্রয়োজনীয় অর্থ পেতে অনেক দেরি হয়, ফলে ঠিকমতো ও যথাসময়ে ভাল দলগঠন সম্ভব হয় না। বিজেএমসিতে কোন তারকা ফুটবলার নেই। তবে তারা তারকা ফুটবলার তৈরি করে। ভবিষ্যতেও করবে। আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে, দলের খেলোয়াড়দের বেশিরভাগই গত তিন বছর ধরে একসঙ্গে আছে। ফলে টিম কম্বিনেশন খুব ভাল, এটাই আমারদের মূল শক্তি। টুর্নামেন্ট শুরুর আগে আমাদের কোচ হিসেবে দলে আসার সম্ভাবনা আছে শ্রীলঙ্কার পাকির আলীর।’

ভবফ-পঁঢ়-ৎধষষু
শেখ রাসেল ক্রীড়া চক্রের সহকারী কোচ জায়েদুর রহমান মিলন বলেন, ‘আমাদের দলের ১২ জন জাতীয় দলে খেলেন। সম্প্রতি আমরা উজবেকিস্তান গিয়ে এএফসি কাপের বাছাইপর্ব (দ্বিতীয় রাউন্ড) খেলে এসেছি। হারলেও আমরা ভাল খেলেছি। খেলোয়াড়দের প্রস্তুতি ও ফিজিক্যাল ফিটনেস ভাল পর্যায়েই আছে।
চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার শাকিল মাহমুদ বলে,‘নতুন প্রতিভা খুঁজে নিয়ে তা জাতীয় পর্যায় পর্যন্ত পৌঁছে দেয়াই চট্টগ্রাম আবাহনীর বৈশিষ্ট্য। এই টুর্নামেন্টে আমরা বরাবরের মতোই এবারও নান্দনিক ফুটবল খেলব। দলে থাকব তিন বিদেশী ফুটবলার।’ ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার লিটন খান বলেন ,‘শুধু একটা কথাই বলব। এই টুর্নামন্টে ব্রাদার্স ইউনিয়ন খেলবে ব্রাদার্সের মতোই।’ অধিনায়ক কেস্টার আকন বলেন,‘ আমাদের এই মৌসুমের দল অনেক ভাল হয়েছে গত মৌসুমের চেয়ে। এ আসরে আমরা ভাল খেলব বলে আশা করি। আমাদের প্রস্তুতি ভাল। ফুটবলে অনেক কিছুই ঘটে। আমরাও তা করে দেখাতে পারি।’ সূত্র ডেইলি স্পোর্টস২৪ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া