adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসে থাইল্যান্ডে কনডম বিতরণ

Thailand-1423981280আন্তর্জাতিক ডেস্ক : ভালোবাসা দিবসে উপলক্ষে থাইল্যান্ডের অনেক তরুণী তাদের কুমারীত্ব হারান। ফলে ওই সময় তরুণীদের মাঝে গর্ভবতী হওয়ার সংখ্যাও অনেক গুণ বেড়ে যায়। এইচআইভিসহ বিভিন্ন ঘাতক ব্যাধিতেও আক্রান্ত হন অনেকে।
এবারের বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনাকাক্সিক্ষত গর্ভবতী ও প্রাণঘাতী রোগ ঠেকাতে ব্যতিক্রমধর্মী একটি পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।  দেশটির জনস্বাস্থ্য কর্মকর্তারা প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকে দিনটি উপলক্ষে কনডম বিতরণ করেছেন। শুধু এই পদক্ষেপেই ক্ষান্ত থাকেনি দেশটির প্রশাসন। বিনোদন পার্ক কিংবা গোপন কোনো স্থানে ভ্রমণের পরিবর্তে উপাসনালয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, কিশোরী অবস্থায় গর্ভবতী হওয়ার ক্ষেত্রে থাইল্যান্ড বিশ্বের শীর্ষে। প্রতিবছর ১৫ থেকে ১৯ বছর বয়সি ১ হাজার কিশোরীদের মধ্যে ৫৪ জনই গর্ভবতী হয়ে পড়ে।

 

পাশ্চাত্যের মতোই থাই তরুণ-তরুণীরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করেন ভালোবাসা দিবস
বার্তা সংস্থা রয়টার্সকে এক থাই কর্মকর্তা বলেন, ‘যদি বাচ্চারা একে অন্যকে ভালোবাসে, তাহলে নির্জন জায়গার পরিবর্তে তারা ভালো জায়গায় যেতে পারেন। মুক্ত পাখি ও মাছ দেখতে পারেন। যেতে পারেন প্রার্থনার জন্য মন্দিরে। দিনটি উপলক্ষে শুধু গর্ভবতী সমস্যাই নয়, প্রতিবছর বিশাল সংখ্যক তরুণী এইচআইভিতে আক্রান্ত হন। তাই সবকিছু বিবেচনায় রেখে ভালোবাসা দিবসসহ চলতি বছরের ৫০ লাখ থাই বাথ মূল্যের ৩৫ লাখ কনডম বিনা মূল্যে বিতরণ করছে সরকার।
ওই উদ্যোগের অংশ হিসেবে দেশটির সংস্কৃত মন্ত্রণালয়ের নৈতিক উন্নতি কেন্দ্রে ‘ভালোবাসা দিবসে শুধু খাবারই যথেষ্ট’ শিরোনামে নতুন একটি স্লোগান উন্মোচন করা হয়েছে। এতে কিশোর-কিশোরীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, রাতের খাবার খাওয়ার পর তারা যেন নিজ নিজ বাড়িতে ফিরে যায়। যাদের বয়স কম তাদের ভালোবাসা দিবসে বিয়ের ওপর কড়াকড়িও আরোপের কথাও বলা ওই বার্তায়। তথ্যসূত্র: বিবিসি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া