adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিক্ষোভ মিছিলে বাধা দিলে অসহযোগ

BNP2নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট আজ শনিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে। এতে বাধা এলে হরতাল অসহযোগের মতো কঠোর কর্মসূচিতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তারা।
৩৯ দিন ধরে চলে আসা অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে আজ শনিবার রাজধানী ঢাকাসহ সারা দেশের জেলা, উপজেলা, পৌরসভা ও মহানগরের সব ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করার কর্মসূচি দিয়েছে বিএনপি জোট। তবে ঢাকা মহানগরের কোথায়, কখন মিছিল হবে, তা বলা হয়নি। এ জন্য পুলিশের অনুমতিও চাওয়া হয়নি। জনসভা ও মাইক ব্যবহারের জন্য পুলিশের অনুমতি নেয়ার বাধ্যবাধকতা থাকলেও সাধারণত রাজনৈতিক দলগুলো বিক্ষোভ মিছিলের জন্য কোনো অনুমতি চায় না।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীসহ দেশের সব বিভাগ, জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ততপর থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের উচ্চপর্যায় থেকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
বিক্ষোভ মিছিলের কর্মসূচি নিয়ে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও হাবিব-উন-নবী খান গতকাল অজ্ঞাতস্থান থেকে বিবৃতি দিয়েছেন। তারা ২০-দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ নগরবাসীকে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে শেষ ধাপের আন্দোলনে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।
গত ৬ জানুয়ারি থেকে টানা অবরোধ কর্মসূচিতে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এর ফাঁকে স্থানীয় এবং কেন্দ্রীয়ভাবে হরতালও চালিয়ে যাচ্ছে। কর্মসূচি ডেকে রাজপথে নামতে পারছে না তারা। কর্মসূচি চলাকালে সহিসংতায় মানুষ পুড়ে মরছে। সরকার সমর্থকরা রাজপথে তাদের কর্মসূচি পালন করছে। এ পরিস্থিতিতে আজ দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করতে যাচ্ছে বিএনপি জোট।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া