adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনায় ট্রলারডুবি : ৮ জনের লাশ উদ্ধার

Trolar1ডেস্ক রিপোর্ট : বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীর মোহনায় ওয়াজ মাহফিলগামী ট্রলারডুবিতে এখনো পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ঝাউবন এলাকার জয়নাল আবেদীন (৬০), নয়ামিস্ত্রীপাড়ার আমির আলী (৪২), খাজুরার আবু নাঈম (১৩), লক্ষ্মীপুরের শফিজদ্দিন চৌকিদার (৫৫),  বি আর আমখোলার ইউসুফ মাঝি (৪৫),  হারুন মুন্সী (৩৭) ও মহিপুরের আলী হোসেন (৩৫)।  এ দুর্ঘটনায় এখনো ১০ জন নিখোঁজ রয়েছেন বলে তাদের স্বজনেরা জানিয়েছেন।
দুই শতাধিক যাত্রী নিয়ে তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়ার পায়রা নদীর মোহনায় শুক্রবার দুপুরে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা থেকে বরগুনার বামনা উপজেলার চলাভাঙ্গার দরবার শরিফের উদ্দেশে যাচ্ছিল।  
 তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আক্তার জানান, কোস্টগার্ড, পুলিশ ও প্রশাসনের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।
 
পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. হুমায়ুন কবির জানান, অতিরিক্ত যাত্রী বহন করার কারণে দুর্ঘটনা ঘটেছে। পুলিশসহ উদ্ধারকর্মীরা সেখানে কাজ করছেন।  ঘটনাস্থলে জেলা পুলিশ সুপারসহ কর্মকর্তারা রয়েছেন।
 
ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কোস্টগার্ড পায়রা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। নিহত ও নিখোঁজ যাত্রীদের বাড়ি কুয়াকাটা এলাকায়। তাদের স্বজনদের আহাজারিতে সেখানকার বাতাস ভারি হয়ে উঠেছে।
নিহতদের লাশ কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লার কাছে বরগুনার জেলা প্রশাসক হস্তান্তর করেন। প্রত্যেক নিহত ব্যক্তির স্বজনদের ৫ হাজার টাকা করে সহায়তা দিয়েছেন তিনি।
 
দুর্ঘটনার পরপর বরগুনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এএসপি সার্কেল, তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান, তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া