adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ক্রিকেট বিশ্বকাপ কভার করা হচ্ছে না- অস্ট্রেলিয়ার জেলে বাংলাদেশি সাংবাদিক

pyar_rahmanডেস্ক রিপোর্ট : যৌন হয়রানির অভিযোগে অস্ট্রেলিয়ার জেলে  বাংলাদেশি সাংবাদিক। অস্ট্রেলিয়ায় ক্রিকেট বিশ্বকাপ কভার করতে গিয়েছিলেন ওই সাংবাদিক। অভিযোগ বিমানে যাওয়ার পথে তিনি এক অস্ট্রেলিয়ার কিশোরীকে উত্যক্ত করেন। এরপরেই সিডনি বিমান বন্দরে নামার পরেই তাকে গ্রেফতার করে অস্ট্রেলিয়ার পুলিশ। বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের সাংবাদিক তিনি।
এদিকে খোঁজ নিয়ে জানাগেছে, গ্রেফতার হওয়া সাংবাদিক পেয়ার রহমান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের। অস্ট্রেলিয়া যাওয়ার পথে বিমানে এক কোরিয়ান নারীকে উত্যক্ত করেছিলেন তিনি। এরই জেরে সিডনি এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে গেছে অস্ট্রেলিয়া পুলিশ।
উল্লেখ্য, ১৪ ফেব্র“য়ারি থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটের সংবাদ কাভার করাই তার উদ্দেশ্য ছিলো। কিন্তু ওই ঘটনার পর টিভি চ্যানেলটির সরাসরি বিশ্বকাপের খবর প্রচারও অনিশ্চয়তায় পড়েছে। মাশরাফি বিন মর্তুজার ফেসবুক ফ্যান পেজের এডমিন মাশরাফি রুপক তার স্ট্যাটাসে লিখেছেন, ‘খুবই বিব্রতকর ঘটনা। বিশ্বকাপ ক্রিকেট কাভার করতে গিয়ে আজ সকালে অস্ট্রেলিয়ার সিডনি এয়ারপোর্টে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক রহমান পিয়ার আটক হয়েছেন। বিমানে কোরিয়ান এক তরুনীকে..করার চেস্টা।’
তবে ইভটিজিংয়ের বিষয়টি অস্বীকার করে সংশ্লিষ্ট টিভি চ্যানেলটির কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি ইচ্ছাকৃত নয়। ঘুমের ভেতর অনিচ্ছাকৃতভাবে ওই নারীর শরীরে সাংবাদিকের হাত পড়ে। এতে ভুল বুঝাবুঝি তৈরি হয়। স্থানীয় দূতাবাস বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এমন কাণ্ডে স্বভাবতই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। অপর একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল গাজী টেলিভিশনের চীফ রিপোর্টার তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘যারা ভ্রমনের নূন্যতম এটিকেট, ম্যানার জানে না- সাধারণ সৌজন্যতাটুকুও বোঝার ক্ষমতা যার নেই, তেমন একজনকে বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ ইভেন্ট কাভারেজের জন্য পাঠানো হলো- এ কেমন সিদ্ধান্ত। আর এমন একজনের সাংবাদিক হওয়ার যোগ্যতা আছে কি না- তা নিয়েও নিশ্চই প্রশ্ন উঠতে পারে। সিডনী পুলিশ এরপর থেকে নিশ্চই বাংলাদেশের সাংবাদিক ও সাংবাদিকতা সম্পর্কে উঁচু ধারণাই করবে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া