adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিবহন খাতে সাড়ে ৬ কোটি টাকা ক্ষতিপূরণ

image_100382_01ডেস্ক রিপোর্ট : বিরোধীদের ডাকা চলমান অবরোধ-হরতালে ক্ষতিগ্রস্ত পরিবহন খাতের জন্য সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছে সরকার। এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কার্যালয়ে ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত হেনে ফুগল এএসকেয়ার নেতৃত্বে বাংলাদেশ সফররত ডেনিস ব্যবসায়ী প্রতিনিধিদলের মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সেতুমন্ত্রী বলেন, ‘নাশকতার আগুনে ১২শ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণ হারিয়েছে বিভিন্ন যানবাহনের ড্রাইভার, হেলপালসহ ৪০ জন। ক্ষতিগ্রস্তদের জন্য সরকার সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছে। যা ক্ষতিগ্রস্তদের মধ্যে দেয়া হবে।
হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও নাশকতা করা উচিত নয়। এই অবস্থা আর চলতে পারে না। আত্মবিনাসী আগুন সারাদেশে দাউ দাউ করে জ্বলছে। হয়তো আলোক ঝিলিক বেড় হয়ে আসবে।’ বললেন ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, ‘আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। এখন যে অবস্থা তৈরি হয়েছে সেখানে সংলাপের দরজা একেবারেই বন্ধ হয়ে গেছে।’ তবে সংলাপের মাধ্যমেই বন্ধ দরজা খুলে যেতে পারতো বলেও মন্ত্রী মন্তব্য করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া