adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নেইমারের পেনাল্টি মিসেও বার্সার বড় জয়

download (1)ক্রীড়া ডেস্ক: সময়টা বেশ ভালো যাচ্ছে স্পেনের জায়ান্ট ক্লাব বার্সেলোনার। একের পর এক জয় তুলে নিচ্ছেন কাতালানরা। এ বছরে ১১টি ম্যাচের মাত্র একটিতে হেরেছে দলটি। বছরের প্রথম সেই ম্যাচটি হারের পর জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। বুধবার রাতে টানা দশম জয় তুলে নিয়েছে মেসি-সুয়ারেজ-নেইমাররা। ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে কোপা ডেল রের ফাইনালের পথে আরো এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। বুধবার রাতে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম লেগে সহজেই জয় তুলে নেয় স্বাগতিকরা। বার্সেলোনার হয়ে একটি করে গোল করেন লিওনেল মেসি, আন্দ্রে ইনিয়েস্তা ও পিকে। ভিয়ারিয়ালের পক্ষে একমাত্র গোলটি করেন ত্রিগুয়েরোস। গোলের দেখা পেতেন নেইমারও। কিন্তু এই সুপারস্টার পেনাল্টি শট ভিয়ারিয়ালের জালে পাঠাতে পারেননি। ম্যাচ শুরুর পর দুই দলই বেশ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন। কিন্তু ম্যাচের ৪১ মিনিটে যাদুকর মেসির গোলে পিছিয়ে পড়ে ভিয়ারিয়াল। ভিয়ারিয়ালের ডিফেন্ডার মাতেওর ভুলে বল পেয়ে যান উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ। বল নিয়ে ডি বক্সের ভেতরে মেসিকে দিয়ে দেন সুয়ারেজ। বল পাওয়ার পর বা পাঁয়ের জোরালো শটে বল জালে জড়াতে  ভুল করেননি আর্জেন্টাইন জাদুকর মেসি। ২০১৫ সালে এটি মেসির ১১তম গোল। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে ত্রিগুয়েরোস গোলে সময়তায় ফেরে ভিয়ারিয়াল। এক মিনিটের ব্যবধানে আবারো লিড নেয় বার্সেলেনা। ডি বক্সের ভিতরে সুয়ারেজের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলায় গোলের দেখা পান স্পেনিশ তারকা ইনিয়েস্তা।      বার্সেলোনার হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন একই দেশের জেরাড পিকে। ৬৪ মিনিটে মেসির কর্নার থেকে হেড করে গোল দেন তিনি। তবে ৭০ মিনিটে গোলের আক্ষেপ বাড়ান ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ডি বক্সের ভিতরে মাতেওর হাতে বল লাগায় পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু নেইমারের শট ফিরিয়ে দেন ভিয়ারিয়ালের গোলরক্ষক। আর শেষ পর্যন্ত ৩-১-এর জয় নিয়ে মাঠ ছাড়েন কাতালানরা। আগামী ৫ মার্চ ভিয়ারিয়ালের মাঠে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বার্সেলোনা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া