adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোমাবাজ ধরিয়ে দেয়ার পুরস্কার পেলেন রিক্সাওয়ালা ও ছাত্রলীগ নেতা

DMP_logoনিজস্ব প্রতিবেদক : রাজধানীতে নাশকতাকালে হাতেনাতে বোমাবাজ ধরিয়ে দেয়ার পৃথক দু’টি ঘটনায় একজন রিকশাওয়ালাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রকে পুরস্কৃত করেছে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুরস্কৃতরা হলেন- রিকশাওয়ালা মোজাম্মেল, ঢাবি ছাত্র জয়, রুহুল আমিন এবং ইয়াজ আল রিয়াদ। এর মধ্যে ইয়াজ আল রিয়াদ ঢাবির বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
বুধবার সকালে রাজধানীর মিন্টুরোডে ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে সাহসীকতার জন্য এ ৪ জনকে পুরস্কৃত করা হয়। এসময় ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া তাদের হাতে পুরস্কার হিসেবে নগদ টাকা তুলে দেন। তবে টাকার পরিমানটি জানানো হয়নি।
ডিএমপি কমিশনার বলেন, ‘টাকার পরিমানটা বড় বিষয় নয়, মূল কথা হচ্ছে তারা যে সাহসীকতা দেখিয়েছে, আমরা চাই দেশের প্রত্যেকটি নাগরিকই এমন সাহসীকতার সঙ্গে এগিয়ে আসুক। তাহলে আর রাজধানীতে নাশকতা বা সহিসংসতার বলি হয়ে কাউকে প্রাণ হারাতে হবে না।’
রিকশাওয়ালা মোজাম্মেল ৯ ফেব্রুয়ারি রাজধানীর কাঁটাবনে বাইতুল আমান মসজিদের সামনে ককটেল হামলাকালে এক বোমাবাজকে ধরিয়ে দেন। আর ঢাবির ৩ ছাত্র ৭ ফেব্রুয়ারি সকালে চানখারপুর এলাকায় এক ককটেল নিক্ষেপকারীকে ধরিয়ে দেয়ায় তাদের এ পুরস্কার দেয়া হয়। এ সময় রিকশাওয়ালা মোজাম্মেলকে আরো এক প্রত্যাক্ষদর্শী ৫০ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠান শেষে চলমান সহিসংসতার একটি পরিসংখ্যান তুলে ধরে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানান, ৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত রাজধানীতে ১১টি যানবাহন সম্পূর্ণ পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া অন্তত ১৬৮ যানবাহনেরর অংশিক ক্ষতি হয়েছে। রাজধানীতে দায়িত্বপালন কালে ৪৪ পুলিশ সদস্য এবং ২ আনসার সদস্য আহত হয়েছেন। কর্তব্য পালনকালে নিহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া